ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মুক্তি পেল ফারহান-ইভানার ‘বাজি’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:২৮, ২৫ ডিসেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

ভালোবাসার মানুষকে নিয়ে কাউকে বাজি ধরতে দেখেছেন? কিন্তু সেই কাজটিই করেছেন একজন। ফলে যা হবার তাই হয়েছে। ভালোবাসার মানুষ... পরের ঘটনাটি দেখতে পাবেন সিলভার স্ক্রীনের ইউটিউব চ্যানেলে।

‘বাজি’ নামের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান, পার্সা ইভানা ও রাজকুমারী রিয়া। পরিচালনা করেছেন তরুণ নির্মাতা স্বরাজ দেব।

খ্রিষ্টানদের বড়দিন উপলক্ষে বুধবার (২৫ ডিসেম্বর) স্বল্পদৈর্ঘ্যটি প্রকাশ পেয়েছে। প্রায় ১৪ মিনিট দৈর্ঘ্যর এই ফিল্মটির শুটিং হয়েছে ঢাকার আশপাশের বিভিন্ন মনোরম লোকেশনে।

‘বাজি’ সম্পর্কে নির্মাতা বলেন, ‘স্বল্পদৈর্ঘ্যটি দেখার সময় দর্শক নিজের মধ্যে হারিয়ে যাবেন। কারণ গল্পটি যুগের অন্যতম একটি চাহিদা। আমরা প্রতিটি মানুষই ভালোবাসার কাঙ্গাল। সবার মনেই ভালোবাসা থাকে। কেউ প্রকাশ করে কেউ নিরব থাকে। কেউ কেউ আবার সম্পর্কটি নিয়ে ধরে বসেন বাজি। ওই বাজি থেকেই নির্মাণ করেছি এটি।’

প্রযোজক শাহিন কবির বলেন, ‘সিলভার স্ক্রীন শুরু থেকেই ভালো কাজের সঙ্গে যুক্ত থাকার চেষ্টা করছে। এই শর্টফিল্মটিও তারই একটি অংশ। অসাধারণ একটি গল্প আছে এতে। আশা করছি দর্শকদের ভালো লাগবে।’

 

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি