ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

এনআরসি নিয়ে মুখ খুললেন সালমান (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫৭, ২৬ ডিসেম্বর ২০১৯

নাগরিকত্ব সংশোধনী আইনের (এনআরসি) বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল গোটা ভারতবর্ষ। বলিউডের অনেক তারকা এনআরসির বিরুদ্ধে কথা বললেও সালমান, শাহরুখরা মুখ না খোলায় সমালোচনার পড়েন। তবে সম্প্রতি এনআরসি নিয়ে মুখ খুলেছেন সালমান খান। 

গত শুক্রবার সালমান খানের নতুন ছবি ‘দাবাং থ্রি’ মুক্তি পায়। কিন্তু শুরুতেই সেভাবে দর্শক টানতে পারেনি এই সিনেমা। এ অবস্থায় এনআরসি ও সিএএ নিয়ে চলতে থাকা অস্থির অবস্থায় ভক্তদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন সালমান খান।

সালমান খান বলেছেন, ‘দেশে এখন যে পরিস্থি চলছে তাতে ছবির ভালো ব্যবসা করা একটু কঠিন। আমার ভক্তদের ধন্যবাদ সবসময়ে আমার ওপর বিশ্বাস রাখার জন্য। এত অস্থির পরিস্থিতির মধ্যেও তো তারা সিনেমা দেখতে যাচ্ছেন। তাই ভালো ব্যবসা করার নেপথ্যে কৃতিত্বটাও তাদেরই। উত্তর ভারতের বেশকিছু জায়গায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। তাই সেখানে ‘দাবাং থ্রি’ ভালো ব্যবসা করতে পারেনি। কিন্তু আমার বিশ্বাস তারা সিনেমাহলে গিয়ে সিনেমা দেখবে। তবে হ্যা, তাদের নিরাপত্তার কথাও বলব। আগে ভক্তদের নিরাপত্তা, পরে ‘দাবাং থ্রি’। তবে উত্তর ভারত ছাড়া অন্যান্য রাজ্যগুলোতে ভালো ব্যবসা করেছে ‘দাবাং থ্রি’।’

সিনে বাণিজ্য বিশ্লেষকদের মতে, প্রায় ২০ কোটি ক্ষতির মুখে ভাইজানের ‘দাবাং থ্রি’। নেপথ্যে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ)।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি