ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

জন্মদিনেই সুখবর পেলেন সালমান খান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০৮, ২৭ ডিসেম্বর ২০১৯

এমন কি কেউ আছেন যে নিজের জন্মদিনে শ্রেষ্ঠ উপহার পেতে চান না। হ্যাঁ বলিউড বাদশা সালমান খান নিজের জন্মদিনে এমনই একটি উপহার পেলেন। সৃষ্টিকর্তার পক্ষ থেকে উপহারটি হলো নতুন করে ‘মামা’ হওয়া। ঠিক যেমনটা চেয়েছিলেন, তেমনই হল সবকিছু। মামা হলেন তিনি। খবর আনন্দবাজার পত্রিকা’র।

বোন অর্পিতা খান এবং অভিনেতা আয়ুষ শর্মার ঘরে এল কন্যা সন্তান। আজ শুক্রবার দুপুরে নিজের ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট থেকে সুখবর শেয়ার করে আয়ুষ লেখেন, ‘আমাদের রাজকন্যা এসেছে। সবাইকে এত ভালোবাসা দেওয়ার জন্য ধন্যবাদ।’ 

এর আগে জানা গিয়েছিল অর্পিতা এবং আয়ুষ শর্মা সালমানের জন্মদিনকেই দ্বিতীয় সন্তানের জন্মদিন হিসেবে বাছতে চলেছেন। সে অনুযায়ী ডাক্তারের সঙ্গেও চলছিল পরিকল্পনা। পরিকল্পনা অনুযায়ী বৃহস্পতিবার রাতে মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় অর্পিতাকে। 

শুক্রবার ৫৪ বছর পূর্ণ হল সালমান খানের। এই বিশেষ দিনে বোনের সঙ্গে সময় কাটানোর জন্য তার বার্থডে স্পেশাল ফার্ম হাউজ পার্টি প্ল্যানিং-ও বাতিল করেছিলেন তিনি। যদিও অর্পিতা এবং আয়ুশের প্রথম সন্তান আহিলের সঙ্গে জন্মদিনের কেক কাটেন তিনি।

এমএস/এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি