ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

৬১ বছরের ম্যাডোনার ২৫ বছরের বয়ফ্রেন্ড

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৫, ১ জানুয়ারি ২০২০

জনপ্রিয় মার্কিন পপ গায়িকা ম্যাডোনা। বরাবরই ভিন্ন ধরণের সংবাদ দিয়ে আলোচনায় আসেন তিনি। এবার ২৫ বছরের এক নৃত্যশিল্পীর প্রেমে মজেছেন এই তারকা। প্রায় এক বছর ধরে ডুবে ডুবে জল খাচ্ছেন তারা।

প্রেমের এ খবরটি নিশ্চিত করেছেন আহলামালিক উইলিয়ামস নামের ওই যুবকের মা-বাবা।

আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, ইউলিয়ামসের বাবা ড্রিউকে ইতোমধ্যেই ম্যাডোনা জানিয়েছেন, তার ছেলের প্রতি তার ভালবাসার কথা। সিনিয়র ইউলিয়ামস ও তার স্ত্রীকে নৈশভোজে আমন্ত্রণ জানিয়ে তাদের ছেলের প্রতি ভালবাসার কথা জানিয়েছেন ম্যাডোনা।

মজার বিষয় হচ্ছে, ম্যাডোনার চেয়ে তার প্রেমিকের মা-বাবার বয়স কম। ড্রিউ (৫৯) নিজেই জানিয়েছেন, ম্যাডোনা তার চেয়ে যেমন বয়সে বড়, তেমনি তার স্ত্রী লাউরিও (৫৫) বয়সে ম্যাডোনার চেয়ে ছোট।

তবে সুখের বিষয় হলো, তবুও সিনিয়র ইউলিয়ামস এবং তার স্ত্রীর কোনও আপত্তি নেই তাদের ছেলের এই সম্পর্কে। তাদের ছেলের চেয়ে ম্যাডোনা ৩৬ বছরের বড় হলেও, মার্কিন পপ তারকার সঙ্গে তার ছেলের সম্পর্কে উইলিয়ামসরা বেশ খুশি।

২০২০ সালে লন্ডন এবং ফ্রান্সে পপশিল্পী ম্যাডোনার যে শো রয়েছে সেখানেও তার ভালবাসার মানুষের বাবা-মাকে আমন্ত্রণ জানিয়েছেন তিনি।
এসএ/

 

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি