ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সুইজারল্যান্ডে বিরাট-আনুশকার সঙ্গে কারিনা-সাইফ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫৪, ২ জানুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

এসেছে নতুন বছর। মেতেছে বিশ্ব। সবার মত বলিউড তারকারাও বর্ষবরণ করেছেন নিজ নিজ ঢং ও রঙ মাখিয়ে। যদিও বর্ষবরণের ছুটি শুরু হয়েছে অনেক আগেই। সকলেই পরিবার-বন্ধু-ঘনিষ্ঠদের সঙ্গে নানা পরিকল্পনায় ব্যস্ত। অনেকে আবার এই ছুটি উপভোগ করতে বেরিয়ে পড়েছেন নতুন ডেস্টিনেশনে। তারকারাও এ বিষয়ে কম যান না। এবছর সেলিব্রেটিদের সবচেয়ে পছন্দের জায়গাগুলোর মধ্যে অন্যতম ছিল সুইজারল্যান্ড।

সেই ধারাবাহিকতায় এবার সুইজারল্যান্ডে একেবারে অন্য ঢঙে বর্ষবরণ করলেন বিরাট কোহলি ও আনুশকা শর্মা। ঘরতে গিয়ে খুঁজে পেলেন নিজেদের পরিচিতদের। জমিয়ে পার্টি এবং খাওয়াদাওয়া চলে এদিনে।

আনুশকা শর্মা ইনস্টাগ্রামে ছবি শেয়ার করে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন। যেখানে দেখা গেল বিরাট ছাড়া বলিউডের রয়্যাল পরিবারের দুই অভিনেতা-সহ মোট চারজনকে।

নিউ ইয়ার্সের পার্টিতে বিরুষ্কার সঙ্গী ছিলেন কারিনা কাপুর খান, সাইফ আলি খান, বরুণ ধাওয়ান এবং তার গার্লফ্রেন্ড নাতাশা দালাল। আনুশকা শর্মা নিজের ইনস্টা ওয়ালে একাধিক ছবি শেয়ার করেছেন। সেই সঙ্গে নতুন বছরের উইশ ভিডিও পোস্ট করেন বিরাট কোহলি। সেখানে আনুশকা তাকে কিউট লিখে সম্বোধন করেন।
সূত্র : এই সময়
এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি