ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

বছরের প্রথম শুক্রবারেই সিনেমা শূন্য প্রেক্ষাগৃহ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:২৪, ৩ জানুয়ারি ২০২০

২০১৯ সালে খুব একটা ভালো চমক দেখাতে পারেনি ঢালিউড। মনে রাখার মত কোন সিনেমা দর্শকের চোখে পড়েনি। এসেছে নতুন বছর ২০২০। কিন্তু নতুন বছর বিশেষ কোন বার্তা নিয়ে আসতে পারেনি ঢালিউডে। বরং বছর শুরুর প্রথম শুক্রবারই সিনেমা শূণ্য ঢালিউড। আজ কোন নতুন সিনেমা মুক্তি পায়নি প্রেক্ষাগৃহে।

এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি ইফতেখার উদ্দিন নওশাদ।

তিনি বলেন, ‘বিষয়টি আসলে হতাশার। বছরের শুরুতেই একটা ধাক্কা খেলাম আমরা। দর্শক হলে ফিরবে- এমন সিনেমা এখনও মুক্তির তালিকায় দেখছি না।’

এদিকে সম্ভাবনা ছিল, টালিউডের ‘রবিবার’ সিনেমাটি বাংলাদেশে মুক্তি দেওয়া হবে এই শুক্রবার। কিন্তু শেষ পর্যন্ত সেটিও হলো না।

জয়া আহসান অভিনীত আলোচিত ‘রবিবার’ সিনেমাটি পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে ২৭ ডিসেম্বর। সেটি বাংলাদেশে আমদানি করার কথা জানিয়েছে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট।

দেশের প্রেক্ষাগৃহে চলতি সপ্তাহেও চলবে ‘মায়া: দ্যা লস্ট মাদার’-সহ দেশি-বিদেশি বেশ কিছু পুরাতন সিনেমা।

চলচ্চিত্র বোদ্ধারা হাতাশার সঙ্গে বলেছেন- এভাবে চলতে থাকলে বাংলাদেশের চলচ্চিত্র আবারও অন্ধকার সময়ে পা বাড়াবে। এর থেকে পরিত্রানের উপায় খোঁজা জরুরী হয়ে উঠেছে।
এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি