ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

প্রিয়ার ঢঙে চোখ টিপে ভাইরাল দীপিকা (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০২, ৩ জানুয়ারি ২০২০

চোখের ইশারায় ঝড় তোলা মিষ্টি আর দুষ্টু হাসির অভিনেত্রী প্রিয়া প্রকাশ ভারিয়ার কথা মনে আছে নিশ্চই! এক চোখে তার ইশারা নেট দুনিয়ায় ঝড় তুলেছিল। এবার সেই ভঙ্গিতে চোখ টিপ্পি দিয়ে ভাইরাল হলেন বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোন।

অ্যাসিড আক্রান্ত যুবতী লক্ষ্মী আগরওয়ালের জীবন নিয়ে তৈরি হয়েছে সিনেমা ‘ছপক’। সেই সিনেমার মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন দীপিকা। বর্তমানে সেই সিনেমার প্রচারে ব্যস্ত রয়েছেন অভিনেত্রী। সম্প্রতি সেই সিনেমার প্রচারে গিয়ে দীপিকা চোখ টিপলেন ভক্তদের উদ্দেশে। যা অনেকটা কেরলের প্রিয়া প্রকাশ ভারিয়ার মত।

চোখ মারার সেই ভিডিও সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে শেয়ার করেছেন দীপিকা। যা প্রকাশের সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যায়।

ওই ভিডিওতে দেখা যায়- দীপিকা ‘ছপক’-এর পরিচালক মেঘনা গুলজারের সঙ্গে কথা বলছেন। লক্ষ্মী আগরওয়ালের মেকআপেই রয়েছেন তিনি। পরিচালকের সঙ্গে কথা বলতে বলতেই ক্যামেরার দিকে তাকান বলিউড সুন্দরী। তখনই আলতো করে চোখ টিপে দেন প্রিয়া প্রকাশের ঢঙে।

দেখুন সেই ভিডিও —


এসএ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি