ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

এই প্রথম নাটকে নোবেল-পূর্ণিমা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১৯, ৪ জানুয়ারি ২০২০

চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। সিনেমায় এখন তিনি নেই বললেই চলে। তবে মাঝে মধ্যে নাটকে দেখা যায় তাকে। এবার প্রথম মডেল তারকা আদিল হোসেন নোবেলের সঙ্গে জুটি হয়ে দর্শকদের সামনে আসছেন তিনি।

‘মেঘ বলেছে যাব’ শিরোনামের এ নাটকটি রচনা করেছেন মেহরাব জাহিদ। নাটকটি পরিচালনা করছেন শেখ সেলিম। রাজধানীর বিভিন্ন লোকেশনে চলতি মাসের শেষ প্রান্তে নাটকের শুটিং হবে। নাটকটিতে স্বামী-স্ত্রীর চরিত্রে দেখা যাবে এ দুই তারকাকে।

নাটকের গল্প প্রসঙ্গে পরিচালক জানান, দীর্ঘদিন প্রেম করার পর নোবেল ও পূর্ণিমা সংসারি হয় বিয়ের মাধ্যমে। কিন্তু বিয়ের অল্প দিনের মধ্যেই সংসারে সংকট শুরু হয়। এ নিয়ে তাদের মধ্যে মান-অভিমান চলতে থাকে। এভাবেই নানা ঘটনায় নাটকের গল্প এগিয়ে যাবে।

এতে অভিনয় প্রসঙ্গে নোবেল বলেন, ‘নাটকের গল্প শুনেছি। সমসাময়িক ঘটনা এ নাটকের গল্পের মাধ্যমে উঠে আসবে। আশা করছি ভালো একটি কাজ হবে এটি।’
অন্যদিকে পূর্ণিমা বর্তমানে ওমরা হজ করার জন্য সৌদি আরবে অবস্থান করছেন। তিনি দেশে ফিরলেই নাটকের শুটিংয়ের তারিখ নির্ধারণ করা হবে বলে নির্মাতা জানিয়েছেন।

আগামী ঈদের জন্য এটি নির্মান করা হচ্ছে বলে জানিয়েছেন নির্মাতা।
এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি