ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

নীল স্বর্গে ভেসে বেড়াচ্ছে সারা আলী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৪৭, ৬ জানুয়ারি ২০২০ | আপডেট: ২১:৫৮, ৬ জানুয়ারি ২০২০

ছুটি কাটাতে মালদ্বীপে বেড়াতে গেলেন সারা আলি খান৷ শ্যুটিংয়ের হাজার ব্য়স্ততা থেকে সময় বের করে জলের রাজ্যে বেড়াতে যান সইফ-কন্যা৷ সেখানে গিয়ে কখনও বিকিনিতে ছবি শেয়ার করছেন সারা, আবার কখনও মায়ের সঙ্গে স্কুটার চালিয়ে দাপিয়ে বেড়াচ্ছেন সমুদ্রের এমাথা ওমাথা৷ সবকিছু মিলিয়ে সারা আলি খানের মলদ্বীপে ছুটি কাটানোর ছবি এবং ভিডিয়ো নিয়ে উচ্ছ্বসিত হয়ে উঠছেন তাঁর ভক্তরা৷

এবার সারা শেয়ার করলেন সাঁতারের ভিডিয়ো৷ যেখানে সাদা পোশাক পরে জাহাজ থেকে তাকে জলে নামতে দেখা যাচ্ছে৷ সাদা রঙের বিকিনি পরে জলের তলায় ভেসে বেড়াতে দেখা যায় বলিউড অভিনেত্রীকে৷ কখনও জলের নীচে নেমে, সেখানকার ছোট ছোট উদ্ভিত ও জলজ প্রাণীকে হাতে তুলে নিতে দেখা যায় সারা আলি খান-কে, আবার কখনও ক্যামেরার দিকে তাকিয়ে হাসতে দেখা যায় সাইফ আলি খানের মেয়েকে৷

শুধু তাই নয়, জাহাজ থেকে যখন পানিতে নেমে যখন ভেসে বেড়াতে শুরু করেন সারা, তখন সমুদ্রের জগতকে 'প্যারাডাইস' হিসেবেও ব্যাখ্য়া করেন 'কেদারনাথ' অভিনেত্রী৷

কুলি নম্বর ওয়ানের সিক্যুয়েলের শ্যুটিং শেষ করে বর্তমানে লভ আজকাল পার্ট টু নিয়ে ব্যস্ত সারা আলি খান৷ লভ আজকাল-এর সিক্যুয়েলে কার্তিক আরিয়ানের সঙ্গে অভিনয় করতে দেখা যাবে সারাকে৷ যা নিয়ে ইতিমধ্যেই বেশ জল্পনা শুরু হয়েছে৷ তবে কার্তিকের সঙ্গে বিচ্ছেদের পরও সারা যে একেবারে বন্ধুর মতো ব্যবহার করে প্রাক্তন প্রেমিকের সঙ্গে সমানে কাজ করে যাচ্ছেন, তা দেখে অনেকেই সারা-কার্তিকের সঙ্গে রণবীর কাপুর এবং দীপিকা পাডুকনের তুলনা করতে শুরু করেছেন৷

প্রসঙ্গত রণবীর কাপুরের সঙ্গে বিচ্ছেদের পরও তামাশা-য় তার স্ক্রিন শেয়ার করেন দীপিকা পাডুকন৷

 

এসি


 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি