ঢাকা, শুক্রবার   ১৮ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

গোল্ডেন গ্লোবে ঘনিষ্ঠ প্রিয়াঙ্কা-নিক (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১২, ৭ জানুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

হয়ে গেলো ৭৭তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড অনুষ্ঠান। এতে হাজির হয়ে আলোচনার কেন্দ্রে উঠে এলেন প্রিয়াঙ্কা চোপড়া। স্বামী নিক জোনাসকে নিয়ে প্রিয়াঙ্কা যখন মঞ্চে হাজির হন, তখন পিগি যা করলেন, তা নিয়ে শুরু হয়েছে আলোচনা।

প্রিয়াঙ্কা চোপড়া অনুষ্ঠানে হাজির হন গোলাপি পোশাকে। সঙ্গে গলায় ছিল হিরের ছটা। এরই মধ্যে আচমকাই নিক জোনাসের ঠোঁটে চুম্বন করেন পিগি। নিকের ঠোঁটে উষ্ণ ছোঁয়া দেওয়ার পর মার্কিন পপ তারকার ঠোঁট থেকে লিপস্টিক মুছে দিতে শুরু করেন প্রিয়াঙ্কা। এ সময় নিককেও দেখা যায়, প্রকাশ্যে নিজের ঠোঁট থেকে স্ত্রীর লিপস্টিকের রঙ তুলে ফেলছেন। নিক এবং প্রিয়াঙ্কার সেই ভিডিও প্রকাশ্যে আসার পরই তা ভাইরাল হয়ে যায়।

উল্লেখ্য, সম্প্রতি নিকের সঙ্গে ছুটি কাটিয়ে ক্যামেরার ফ্ল্যাশে হাজির হয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। বড়দিন এবং নতুন বছর উপলক্ষে কখনও পাহাড় ঘেরা বরফের রাজ্যে ছুটি কাটিয়েছেন আবার কখনও সমুদ্র সৈকতে স্বামীর সঙ্গে একান্তে সময় কাটিয়েছেন।

সূত্র : জি নিউজ
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি