ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

‘ছেঁড়া প্যান্ট’ পড়ে বিতর্কে পরীমনি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১৫, ১১ জানুয়ারি ২০২০

চিত্রনায়িকা পরীমনি। ঢাকাই সিনেমার গ্ল্যামার গার্ল তিনি। রূপে-গুণে সবাইকে মুগ্ধ করে চলেছেন এই তারকা। তাকে ঘিরে ভক্ত-অনুরাগীদেরও আগ্রহের শেষ নেই। যার প্রমাণ পাওয়া যায় সামজিক যোগাযোগের মাধ্যমে। যখনই তিনি কোন নতুন পোস্ট করেন তা সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যায়। পরীও এই মাধ্যমে বেশ সক্রিয়। ফেসবুক কিংবা ইনস্টাগ্রামে ব্যক্তিগত ও পেশাগত জীবনের নানা খুঁটিনাটি বিষয় নিয়মিত প্রকাশ করেন তিনি।

নতুন করে এবার আবারও আলোচনায় এসেছেন এ নায়িকা। তীব্র শীতে সারাদেশের মানুষ যখন কাবু, তখন পরীমনি ফেসবুকে প্রকাশ করেছেন ছেঁড়া প্যান্ট পরা ছবি। প্রশংসার পাশাপাশি এ ছবিগুলো নিয়ে ভক্ত-অনুরাগীদের মধ্যে চলছে সমালোচনা। তবে প্রশংসার চেয়ে বিরুপ মন্তব্যই বেশি।

পরী পোস্ট করা ছবি দুটিতে ক্যাপশন দিয়েছেন- ‘Winter... Not Exactly.’

তার এই ছবিতে একজন ভক্ত মন্তব্য করেছেন, ‘উফফফফ খুউউউব গরম লাগছে।’

অন্য একজন লিখেছেন, ‘ঠাণ্ডা বাতাস ঢুকবে।’

আরও একজন লিখেছেন, ‘মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট! ভাগ্যিস রক্ত বের হয় নাই! অন্য এক ভক্ত লিখেছেন, ছেঁড়া প্যান্টটা সুন্দর কিন্তু!’

অন্য এক ভক্ত লিখেছেন, ‘বন্য প্রাণী সংরক্ষণ অধিদপ্তরের দৃষ্টি আকর্ষণ করছি!’

এরকম অনেক মন্তব্যই এসেছে নায়িকার ছবিটিতে। তবে যে যাই বলুক পরী তার নিজের কাজ নিয়ে নিজের মতই এগিয়ে চলেছেন।
এসএ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি