ঢাকা, রবিবার   ২৯ ডিসেম্বর ২০২৪

আবারও সন্তানসম্ভবা লিজা হেডেন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪০, ১৩ জানুয়ারি ২০২০

অভিনেত্রী লিজা হেডেন। বহুদিন ধরেই তিনি বিরতিতে রয়েছেন। এ সময়ে অভিনয় ছেড়ে সন্তান জ্যাক লালভানি এবং স্বামী ডিনো লালভানিকে নিয়ে ব্যস্ত সময় কেটেছে তার। এরই মধ্যে ২০১৯ সালের প্রথম দিকে সুখবর দিয়েছিলেন অভিনেত্রী। জানিয়েছিলেন আবারও সন্তানসম্ভবা হয়েছেন তিনি। এবার সেই ছবি পোস্ট করে আলোচনায় ভারতীয় বংশোদ্ভূত এ অষ্ট্রেলিয়ান নাগরিক।

সম্প্রতি অভিনেত্রী নিজের বেবি বাম্পের একটি ছবি পোস্ট করেছেন ইন্সটাগ্রামে। যেখানে  দেখা গেছে পোশাক খুলে বিকিনি পরে প্রকাশ্যে এসেছেন তিনি। তাতেই স্পষ্ট তার বেবি বাম্প।

আর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা।’

এ ছবি প্রকাশের পর লিজা ভক্তরা কমেন্ট বক্সে ভরিয়ে দিয়েছেন শুভেচ্ছাবার্তায়।

উল্লেখ্য, মডেলিং দুনিয়ায় পরিচিত মুখ ভারতীয় বংশোদ্ভূত অষ্ট্রেলিয়ান নাগরিক লিজা হেডেন। বলিপাড়ায় এই সুন্দরী ২০১০ সালে ডেবিউ করেন ‘আয়েশা’ সিনেমার মাধ্যমে। এরপর ‘রাসকেলস’, ‘কুইন’, ‘দ্য সখিনস’, ‘হাউসফুল থ্রি’ সহ একাধিক সিনেমাতে অভিনয় করেছেন।

তার শেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’। পাশাপাশি তিনি একাধিক টেলিভিশন শো-তেও সঞ্চালনার কাজ করেছেন।
এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি