ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

এবার মিডিয়ায় নিয়মিত হচ্ছেন মিথিলার ছোট বোন মিশৌরী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০৩, ১৩ জানুয়ারি ২০২০

এবার অভিনয়ে নিয়মিত হচ্ছেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলার ছোট বোন মিশৌরী রশিদ। যদিও প্রায় চার বছর আগে একটি বিজ্ঞাপনে কাজের মধ্য দিয়ে তিনি ক্যামেরার সামনে হাজির হয়েছিলেন। তবে এবার গিয়াস উদ্দিন সেলিমের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘শিরোনামহীন’-এ অভিনয়ের মধ্য দিয়ে নতুন করে মুগ্ধতা ছড়াতে চাইছেন এই তরুণী।

ঢাকার নিউ মার্কেটে আজ সোমবার এর শুটিং শুরু হয়েছে। এতে কেন্দ্রীয় একটি চরিত্রে দেখা যাবে মিশৌরীকে। এ নিয়ে বেশ উচ্ছ্বসিত তিনি।

এ বিষয়ে মিশৌরী রশিদ বলেন, ‘পারিবারিকভাবেই আমি শোবিজের সঙ্গে পরিচিত। একটা বাড়তি আগ্রহ সবসময়ই ছিলো। অনেক আগে টিভিসিতে কাজও করেছিলাম। কিন্তু নিয়মিত অভিনয় বলতে তেমনটা আর হয়নি। বেশ লম্বা বিরতি শেষে আবারও জার্নিটা শুরু করেছি।’

তিনি আরও বলেন, ‘এরইমধ্যে বেশ কিছু কাজ করেছি। মোবাইল অপারেটরসহ অনেক পণ্যের বিজ্ঞাপনেও কাজ করা হয়েছে। বছর খানিক আগে সুবর্ণা মুস্তাফা ম্যাডামের একটি নাটকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছি। সেটাই ছিল প্রথম। এরপর অভিনয়ে কিছুদিন বিরতি দেই। এখন আবার নিয়মিত কাজ শুরু করেছি। প্রথমবারের মতো শর্টফিল্মে কাজ করা হচ্ছে।’

মিশৌরী জানান, কিছুদিন আগে নুহাশ হুমায়ুনের ‘পিজা ভাই’ নাটকে কাজ করেছেন তিনি। যা প্রচারের অপেক্ষায় রয়েছে।

এদিকে অভিনয় ছাড়াও নন্দিত নির্মাতা অমিতাভ রেজা চৌধুরীর সহকারী হিসেবেও বেশ কিছুদিন কাজ করেছেন মিশৌরী।

উল্লেখ্য, মিশৌরী রশিদ বর্তমানে রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন নিয়ে পড়াশোনা করছেন।


এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি