ঢাকা, সোমবার   ৩১ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

বিয়ের জন্য পাত্রী খুঁজছেন শাকিব খান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২৫, ১৬ জানুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

ঢালিউড সুপারস্টার শাকিব খান। অভিনেত্রী অপু বিশ্বাসকে বিয়ে করে হয়েছেন আলোচিত-সমালোচিত। দীর্ঘ গোপনীয়তা শেষে প্রকাশ্যে আসার কিছুদিনের মধ্যেই সম্পর্কের অবনতি, শেষটা হয় বিচ্ছেদের মধ্য দিয়ে। বর্তমানে সিঙ্গেল এই তারকা, নতুন করে বিয়ের কথা ভাবছেন।

২০১৭ সালেই বিয়ের ঘোষণা দিয়েছিলেন শাকিব খান। এখন ২০২০ সাল। বিয়েটা এখনও ভাবনার মধ্যেই আছে তার। সম্প্রতি বিয়ের বিষয়ে প্রশ্ন করলে গণমাধ্যমকে এই তারকা মনের ইচ্ছের কথা জানান।

শাকিব খান বলেন, ‘বিয়ে তো করতে চাই। আমার পছন্দের মতো ভালো পাত্রীও তো পেতে হবে। মা-বাবা খোঁজ করছেন। আমারও তো মন চায় বিয়ে করে বউ নিয়ে বেড়াতে। বউ নিয়ে ওয়ার্ল্ড ট্যুরে যেতে মন চায়।

বিয়ের পর পরিকল্পনা নিয়ে তিনি বলেন, ‘মানুষের জীবনই-বা কয় দিনের। কাজের ফাঁকে বছরে একটা নির্দিষ্ট সময় করে পৃথিবীর বিভিন্ন দেশ ঘোরার পরিকল্পনা আছে।’

উল্লেখ্য, সম্প্রতি শাকিব খান তার অভিনিত ‘বীর’ সিনেমার গানের শুটিং শেষ করেছেন। তবে পুরো সিনেমার কাজ এখনও শেষ হয়নি। ডাবিং ও সম্পাদনা শেষ করে পুরো সিনেমাটি একবার দেখবেন। তারপর যদি প্রয়োজন হয় তবে ছোটখাটো কিছু দৃশ্য যোগ-বিয়োগ হতে পারে বলে জানান।
এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি