ঢাকা, রবিবার   ০৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

৭৫-এ বিয়ে করলেন অভিনেতা দীপঙ্কর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৩, ১৭ জানুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

বেশ কয়েক বছর ধরে একসঙ্গে লিভ-ইন সম্পর্কে ছিলেন টালিউডের জনপ্রিয় দুই তারকা দোলন-দীপঙ্কর। তাদের এ সম্পর্ক নিয়ে মিডিয়া পাড়ায় গুঞ্জন কম হয়নি। অবশেষে বয়সকে বুড় আঙুল দেখিয়ে বিয়েটা সেরেই ফেললেন তারা।

এই বিয়ে নিয়ে ভক্তদের আগ্রহের কমতি নেই। আলোচনার কারণও রয়েছে। অভিনেতা দীপঙ্করের বয়স যখণ ৭৫, ঠিক তখন অভিনেত্রী দোলনের বয়স ৪৯। বয়সের এ পার্থক্যে নিয়েও মালা বদল করেছেন জনপ্রিয় এই অভিনেত্রী-অভিনেতা।

তাদের কাছে বয়স শুধুমাত্র একটা সংখ্যা মাত্র। ভালোবাসার কাছে তুচ্ছ এই সংখ্যা।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার, দক্ষিণ কলকাতার এক রেস্তোরাঁয় জমকালো আয়োজনে বিয়ে করেছেন তারা। যেখানে উপস্থিত ছিলেন ব্রাত্য বসু, সৌমিত্র মিত্র, ধ্রুব কুণ্ডু, শীর্ষ সেনসহ আরও অনেকে। উপস্থিত ছিলেন দোলনের ভাই দুর্গাশীষও।

বিয়ে দিন সাদা পাঞ্জাবী পরনে বর দীপঙ্কর। আর দোলন পরেনে লাল বেনারসি। খোপায় ছিল লাল ফুল, আর সোনার গয়নায় সজ্জিত। সিঁথিতে ছিল চওড়া সিঁদুর।

তাদের এই মিলনে দু’জনের ভক্তরাও বেশ উচ্ছ্বসিত। ইতিমধ্যে বিয়ের কিছু ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরালও হয়েছে।
সূত্র : জি নিউজ
এসএ/

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি