ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বিয়ের পরদিনই হাসপাতালে দীপঙ্কর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৩০, ১৭ জানুয়ারি ২০২০

বিয়ের সাঁজে দীপঙ্কর দে ও দোলন রায়

বিয়ের সাঁজে দীপঙ্কর দে ও দোলন রায়

Ekushey Television Ltd.

গত বৃহস্পতিবার রাতেই অনুষ্ঠিত হয় বিয়ে। ২৪ ঘণ্টা না যেতেই পরদিন বিকেলে হাসপাতালে ভর্তি হলেন বর অভিনেতা দীপঙ্কর দে। শুক্রবার বিকেলে কলকাতা বাইপাসের পাশে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় দীপঙ্করকে।

এর আগে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাতে অভিনেত্রী দোলন রায়ের সঙ্গে বিবাহ-বন্ধনে আবদ্ধ হন পশ্চিমবঙ্গের জাঁদরেল এই অভিনেতা। দীর্ঘদিন ধরেই লিভ-ইন রিলেশনশিপে ছিলেন দীপঙ্কর দে ও দোলন রায়। তবে এতদিন যে কোনও কারণেই হোক সাত পাকে বাঁধা পড়েননি তারা। অবশেষে বৃহস্পতিবার তারা তাদের এই সম্পর্ককে আইনি স্বীকৃতি দেন।

বৃহস্পতিবার বাইপাসের ধারে একটি রেস্তোরাঁতে বসেছিল দীপঙ্কর দে ও দোলন রায়ের বিয়ের আসর। তাদের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রাত্য বসু। লাল বেনারসি, গয়না এবং সিঁথিতে সিঁদুর পরে বেশ ভালোই দেখাচ্ছিল অভিনেত্রী দোলনকে। 

অন্যদিকে শুভ এই দিনের জন্য সাদা ধুতির সঙ্গে পাঞ্জাবিকে বেছে নিয়েছিলেন দীপঙ্কর দে। কিন্তু হঠাৎই অসুস্থ হয়ে পড়েন তিনি। 

জানা গেছে, শ্বাসকষ্ট জনিত সমস্যার কারণেই হাসপাতালে ভর্তি করা হয় ৭৫ বছর বয়সী এ অভিনেতাকে। এই মুহূর্তে চিকিৎসকদের পর্যবেক্ষণ রয়েছেন তিনি। সূত্র- জি নিউজ। 

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি