ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

ছেলের জন্য গর্বিত হলেন শাহরুখ খান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:১৪, ১৭ জানুয়ারি ২০২০

ফাদারস ডে’র বাকি আছে মাত্র কয়েকটি মাস। এর মধ্যেই ছেলের মাধ্যমে উপহার পেলেন হলিউড বাদশাহ শাহরুখ খান। ছেলে আব্রাম খান রুপা ও ব্রঞ্জ মেডেল জিতেছে বলেই গর্বিত হয়েছেন তিনি। ছেলের এ অর্জনে উচ্ছ্বাসিত হয়ে প্রশংসার বাণী লিখে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন ছবি।

স্কুলে ‘স্পোর্টস মিট’এ দৌড় প্রতিযোগিতায় অংশ নেয় আব্রাম।  এখানেই ছেলে মেডেল জিতেছে। সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে শাহরুখ লিখেছেন, ‘আমার ছোট্ট সোনা, রুপা আর ব্রঞ্জ নিয়ে এসেছে আজ।’

বলিউডের কিং খানের এ পোস্টে কমেন্ট ও লাইক এসেছে হাজার হাজার। আব্রামকে শুভেচ্ছাও জানিয়েছেন অনেকে। 

উল্লেখ্য, ২০১৩ সালে সারোগেসির মাধ্যমে জন্ম হয় আব্রামের। আরিয়ান এবং সুহানার জন্মের অনেক বছর পর তৃতীয় সন্তানের জন্য চেষ্টা করলে শাহরুখ পত্নী গৌরী খানের শারীরিক সমস্যা দেখা দেয়। তখনই সারোগেসির সিদ্ধান্ত নেন গৌরী-শাহরুখ। 

এমএস/এসি
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি