ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

অভিনেত্রী শাবানা গুরুতর আহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:২১, ১৮ জানুয়ারি ২০২০ | আপডেট: ২১:২৫, ১৮ জানুয়ারি ২০২০

দুমড়ে যাওয়া টাটা সাফারি। দুর্ঘটনার পরে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছে শাবানাকে।

দুমড়ে যাওয়া টাটা সাফারি। দুর্ঘটনার পরে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছে শাবানাকে।

মুম্বাইয়ে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হলেন কিংবদন্তি অভিনেত্রী শাবানা আজমি। শনিবার (১৮ জানুয়ারি) বিকেলে মুম্বাই-পুনে হাইওয়েতে ট্রাকের ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় তার টাটা সাফারি গাড়িটি।

পুলিশ জানিয়েছে, মুম্বাই-পুনে হাইওয়েতে এ দিন বিকেলে দুর্ঘটনার কবলে পড়েন শাবানা এবং তার স্বামী গীতিকার জাভেদ আখতার।

ভারতীয় সংবাদ মাধ্যমের খবর, বিকেল সাড়ে তিনটা নাগাদ মুম্বাই থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে খালাপুরে একটি ট্রাক খুব জোরে ছুটে এসে অভিনেত্রীর গাড়িতে ধাক্কা মারে। এতে স্বামী জাভেদ আখতার তেমন চোট না পেলেও গুরুতর জখম হন শাবানা। তাদের গাড়িটির সামনের অংশ দুমড়ে গিয়েছে। ক্ষতি হয়েছে ট্রাকটিরও। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে রায়গড়ের পুলিশ।

পুলিশ জানায়, শাবানাকে মুম্বাইয়ের এমজিএম হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সেখানেই তার চিকিৎসা চলছে। 

এদিকে, শাবানার দুর্ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন অভিনেত্রী স্বরা ভাস্কর। টুইটারে তিনি লেখেন, “শাবানা আজমি আহত। তার দ্রুত আরোগ্য কামন করছি।”

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি