হতাশা কাটিয়ে পুরস্কৃত দীপিকা
প্রকাশিত : ১৫:৫১, ২১ জানুয়ারি ২০২০
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাডুকোন। বর্তমান সময়ের সফল অভিনেত্রী তিনি। একটা সময় ছিল যখন তিনি বেশ হতাশায় ভুগতেন। কিন্তু ধীরে ধীরে তা পুরোপুরি কাটিয়ে উঠতে পেরেছেন। সেই সঙ্গে অনুভব করেছেন শুধু নিজের সমস্যা কাটিয়ে উঠলেই চলবে না, পাশাপাশি সমাজ থেকে এ ধরনের বিষয় দূর করতে হবে। সে জন্য লড়াইও করছেন তিনি। প্রতিষ্ঠা করেছেন ‘দ্য লিভ লাভ লাফ’ নামে একটি সংস্থা। এবার সেই প্রচেষ্টার পুরস্কার পেলেন অভিনেত্রী।
সুইজারল্যান্ডের ডাভোসে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে এই লড়াইয়ের পুরস্কার পেয়েছেন দীপিকা। মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করায় গতকাল সোমবার তার হাতে তুলে দেয়া হয়েছে ‘ক্রিস্টাল অ্যাওয়ার্ড’।
পুরস্কার পেয়ে নিজের অনুভূতি প্রকাশ করে দীপিকা বলেন, ‘এই বিষয়ে আমার তিক্ত-মধুর সম্পর্ক আমাকে অনেক কিছু শিখিয়েছে। যারা হতাশা কিংবা এই ধরনের মানসিক সমস্যায় আক্রান্ত তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা মোটেও একা নন।’
তিনি আরো বলেন, ‘হতাশা ও মানসিক অসুস্থতার জন্য বিশ্ব অর্থনীতিতে এক ট্রিলিয়ন মার্কিন ডলারের প্রভাব পড়ে। যখন আমি এই অ্যাওয়ার্ড গ্রহণ করছি, হয়তো বিশ্বের কোথাও একজন আত্মহত্যার পথ বেছে নিয়েছে। হতাশা একটি সাধারণ কিন্তু গুরুত্বপূর্ণ অসুখ। অন্য অসুখের মতো হতাশা এবং উদ্বেগেরও চিকিৎসা রয়েছে— এটি বুঝতে হবে। এই অসুস্থার অভিজ্ঞতা থেকে আমার লিভ লাভ লাফ সংস্থা চালু করেছি।’
এসএ/