ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

সন্তানদের ধর্মপরিচয় জানালেন শাহরুখ খান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:২৩, ২৬ জানুয়ারি ২০২০ | আপডেট: ২৩:৩৭, ২৬ জানুয়ারি ২০২০

‘আমি মুসলমান, আর আমার স্ত্রী গৌরী হিন্দু। তবে আমার তিন সন্তান শুধুই ভারতীয়।’ সম্প্রতি ডেন্স প্লাস ৫ নামে একটি টিভি শো-তে হাজির হয়ে এমনটা সাফ জানিয়েছেন বলিউড বাদশা শাহরুখ খান। ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল কিং খানের এই ভিডিয়ো।

শাহরুখ বলেন, তার বাড়িতে হিন্দু, মুসলিম, কে কোন ধর্মের এসব নিয়ে কোনওদিন চর্চা হয় না। বাদশার কথায়, ‘অনেক সময় স্কুলের ফর্মে কোন ধর্ম সেটা পূরণ করতে হয়। আমার মেয়ে যখন ছোট, ও আমায় এসে একবার জিজ্ঞাসা করেছিল বাবা আমি কোন ধর্মাবলম্বী? আমি উত্তরে বলি আমরা ভারতীয়, বিশেষ কোনও ধর্মের নই। আর হওয়া উচিতও নয়।’

২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে শাহরুখের এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। প্রসঙ্গত, শাহরুখ তার মন্নত-এ যেভাবে আড়ম্বরের সঙ্গে ঈদ উদযাপন করেন, ঠিক সেভাবেই হয় গণেশ চতুর্থীর সেলিব্রেশন।

এসি
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি