ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

পুলিশ রূপে উচ্ছ্বসিত পরী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৬, ২৯ জানুয়ারি ২০২০

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি। সিনেমায় তাকে খুব একটা দেখা না গেলেও বিভিন্ন ভাবে আলোচনায় রয়েছেন তিনি। এর আগে তাকে বিভিন্ন রূপে পর্দায় দেখা গেলেও এবারই প্রথম পুলিশের চরিত্রে দর্শকের সামনে হাজির হচ্ছেন পরী। তবে কোন নতুন সিনেমায় নয়, তাকে দেখা যাবে একটি ওয়েব সিরিজে। সিরিজটির নাম ‘পাফ ড্যাডি’। ইতিমধ্যে বিএফডিসিতে এর শুটিং করেছেন তিনি। ক্যামেরায় নিজেকে পুলিশ রূপে দেখে বেশ উচ্ছ্বসিত নায়িকা।

ওয়েব সিরিজটিতে তিনি অভিনয় করছেন অভিনেতা সজলের বিপরীতে। ‘পাফ ড্যাডি’ সিরিজটি পরিচালনা করছেন নির্মাতা সাইদ উন নবী। এখানে সজলকে দেখা যাবে সুলতানের ভূমিকায়। ওয়েব সিরিজটির মূল গল্প মেহেদী হাসান ও মুশফিকুর রহমানের, কিছু অংশ চিত্রনাট্য করেছেন মাসুদ হাসান উজ্জ্বল।

পুলিশ চরিত্রে অভিনয় করার অভিজ্ঞতা জানিয়ে পরীমনি বলেন, ‘পুলিশ হওয়ার ইচ্ছা ছিল বহুদিনের। পুলিশের পোশাকের একটা সম্মান আছে। বাস্তবে পুলিশরা সম্মান পায় জনগণের। আর এই পোশাক পরে আমি সম্মান পাব আমার দর্শকদের। বিষয়টি বেশ ভালো লাগছে।’

সিরিজটিতে আরও অভিনয় করছেন আবুল কালাম আজাদ, সালাউদ্দিন লাভলু, ইন্তেখাব দিনার, বিজরী বরকত উল্লাহসহ অনেকে।

১০ পর্বে ওয়েব সিরিজটি হওয়ার কথা থাকলেও অনলাইন প্ল্যাটফর্ম বঙ্গবিডির জন্য সাত পর্বে শেষ হচ্ছে এটি।

এসএ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি