ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মারা গেছেন শাহরুখ খানের বোন নূর জেহান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪১, ২৯ জানুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

বলিউড সুপারস্টার শাহরুখ খান। নূর জেহান নামে তার এক চাচাতো বোন মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর। তিনি দীর্ঘদিন ধরে ওরাল ক্যানসারে ভুগছিলেন।

এই তথ্য জানিয়েছে বলিউডলাইফ।

নূর জেহান পাকিস্তানের পেশোয়ারের কিসা খওয়ানি এলাকার বাসিন্দা ছিলেন। সেখানেই তার মৃত্যু হয়। তিনি  স্থানীয় ডিস্ট্রিক ও টাউন কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছেন। এমনকি ২০১৮ সালে পাকিস্তানের জাতীয় নির্বাচনে পিকে-৭৭ আসনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। শেষ পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার করে নেন তিনি।

জেহানের স্বামী আসিফ বুরহান জানান, অনেক আগে শাহরুখ দুইবার পাকিস্তানের পেশোয়ারে বেড়াতে গিয়েছিলেন। অন্যদিকে ১৯৯৭ ও ২০১১ সালে এই অভিনেতার বাড়িতে গিয়েছিলেন জেহান। যে সময় নূর জেহানের সঙ্গে স্বামী আসিফও ছিলেন।
এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি