ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ভালোবাসা দিবসেই বিয়ে করছেন নেহা কক্কর ও আদিত্য!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৪৯, ২৯ জানুয়ারি ২০২০ | আপডেট: ২০:৫৫, ২৯ জানুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

ভারতের জনপ্রিয় একজন কণ্ঠশিল্পী হলেন উদিত নারায়ণ। সম্প্রতি একটি রিয়েলিটি শোতে হাজির হন তিনি দীপা নারায়ণ, অল্কা ইয়াগনিক। সেই সঙ্গে নেহা কক্করের মা ও বাবাও সেখানে হাজির হন।

ওই রিয়েলিটি শোয়ের মঞ্চেই আদিত্য নারায়ণের সঙ্গে নেহা কক্করের বিয়ের গোষণা করে বসেন উদিত নারায়ণ। উদিতের স্ত্রী দীপা নারায়ণও জানান, নেহাকে পছন্দ করেন তিনিও। নেহার যেমন সুন্দর গানের গলা, তেমনি তাঁর ব্যবহারও সুন্দর। সেই কারণেই নেহাকে বউমা হিসেবে তাঁরা বাড়িতে নিয়ে যেতে চান বলে প্রকাশ্যেই জানান উদিত নারায়ণ।

এসবের পাশাপাশি নেহা কক্করের মাও স্পষ্ট জানিয়ে দেন, জামাই হিসেবে আদিত্য নারায়ণকে তাঁদেরও বেশ পছন্দ। তাই আদিত্য নারায়ণের সঙ্গে মেয়ের বিয়ে দিতে তাঁরাও রাজি।

প্রসঙ্গত গত ২৪ জানুয়ারি নেহা কক্কর এবং আদিত্য নারায়ণ নিজেদের সোশ্যাল হ্যান্ডেলে একটি করে স্টেটাস শেয়ার করেন। যেখানে আগামী ১৪ ফেব্রুয়ারি তাঁদের ভক্তদের জন্য নতুন কিছু অপেক্ষা করছে বলে ইঙ্গিত দেন নেহা কক্কর এবং আদিত্য নারায়ণ। 

যদিও আগামী ১৪ ফব্রুয়ারি তাঁরা কী উপহার দেবেন, সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানাননি নেহা এবং আদিত্য নারায়ণের কেউই।

এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি