ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

ভারতীয় ক্রিকেটার মিতালির চরিত্রে তাপসী পান্নু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০০, ৩০ জানুয়ারি ২০২০

ভারতীয় মহিলা ক্রিকেট তারকা মিতালি রাজ। ৩ ডিসেম্বর ছিল তার জন্মদিন। এদিনে ঘোষণা আসে যে তার বায়োপিক নির্মাণ করা হবে। যার নাম ঠিক করা হয় ‘সাবাস মিঠু’। সিনেমাটিতে মিতালির চরিত্রে দেখা যাবে বলিউড অভিনেত্রী তাপসী পান্নুকে। এবার সিনেমাটির ফার্স্টলুক পোস্টার প্রকাশ করা হয়েছে।

বুধবার (২৯ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পাওয়া পোস্টারে মাথায় হ্যাট আর গায়ে ভারতীয় ক্রিকেট দলের জার্সি পরে ব্যাট হাতে হাজির হয়েছেন তাপসী। মেকআপ, গেটআপ দেখে হুবহু মিতালির মতোই মনে হয়েছে।

এদিকে টুইটারে পোস্টারটি শেয়ার করেছেন অভিনেত্রী। তবে এতে তাপসীর বিপরীতে কে অভিনয় করবেন তা এখনো জানানো হয়নি।

ক্যাপশনে তিনি মিতালিকে গেম চেঞ্জার বলে সম্বোধন করেছেন। আর তাপসীর ওই টুইটের জবাব দিয়েছেন মিতালি। সিনেমাটি দেখার জন্য অপেক্ষা করছেন বলে জানান তিনি।
মিতালি রাজের বায়োপিক নির্মাণ করবেন ‘রইস’খ্যাত নির্মাতা রাহুল ঢোলাকিয়া।

উল্লেখ্য, ৩৭ বছর বয়সী মিতালি রাজ গত বছর আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের নিয়েছেন। তবে এখনও তিনি একদিনের আন্তর্জাতিক খেলার অধিনায়ক। আন্তর্জাতিক ক্রিকেটে নারীদের মধ্যে সবচেয়ে বেশি রানের মালিক তিনি।

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি