ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

নিরব-প্রিয়াঙ্কার প্রথম লুক প্রকাশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০৩, ৩১ জানুয়ারি ২০২০

অনলাইনে প্রকাশিত হয়েছে ‘হৃদয় জুড়ে’ সিনেমার প্রথম লুক পোস্টার। রোমান্টিক গল্পে নির্মিত সিনেমাটি গত ৬ জানুয়ারি আনকাট সেন্সর ছাড়পত্র পায়।

রফিক সিকদারের পরিচালনায় ‘হৃদয় জুড়ে’ সিনেমার শুটিং শুরু হয় ২০১৭ সালের ২৪ ফেব্রুয়ারি। এতে বাংলাদেশের অভিনেতা নিরবের বিপরীতে জুটি গড়েছিলেন কলকাতার নায়িকা প্রিয়াঙ্কা সরকার। কিন্তু নায়িকা পরিচালকের দ্বন্দ্বে মাঝে সিনেমাটির শুটিং কিছুদিন বন্ধ থাকে। সব ঝামেলা মিটিয়ে সিনেমাটির কাজ শেষ হয় ২০১৮ সালে।

এদিকে ২০২০ সালের প্রথম সিনেমা হিসেবে সেন্সর সম্প্রতি ছাড়পত্র দেয় ‘হৃদয় জুড়ে’ সিনেমার।

এদিকে পোস্টারটি প্রকাশের পর অনেকেই এর প্রশংসা করেছেন।

‘হৃদয়জুড়ে’ প্রযোজনা করছে ক্রিয়েটিভ মিডিয়া ওয়ার্ল্ড প্রোডাকশন। এতে আরও অভিনয় করছেন কাজী হায়াৎ, সুচরিতা, সুব্রত, রোদেলা প্রমুখ।

উল্লেখ্য, নিরব এখন ব্যস্ত ‘ক্যাসিনো’ চলচ্চিত্র নিয়ে। এতে তার বিপরীতে অভিনয় করছেন শবনম বুবলী। সৈকত নাসির পরিচালিত এ সিনেমার কাজ ইতিমধ্যে ৮০ শতাংশ শেষ হয়েছে।
এসএ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি