ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

ফের বিয়ে করলেন সিদ্দিক!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:০৭, ৩১ জানুয়ারি ২০২০

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমান। গত বছর সংসার নিয়ে বেশ ঝামেলায় ছিলেন। গেল অক্টোবরে বিবাহ বিচ্ছেদের মাধ্যমে সবকিছুর ইতি টানেন। এরপর এক মাত্র ছেলে আরশ হোসেনকে নিয়েই দিন কাটছে তার।

সম্প্রতি তার ফেইসবুক প্রফাইলে পোস্ট করা একটি ছবি ধুম্রজাল সৃষ্টি হয়েছে। নতুন বিয়ে করেছেন সিদ্দিক এমন মনে করে সবাই শুভেচ্ছা জানাচ্ছেন। কিন্তু ছবিতে সিদ্দিকের পাশে বউ সেজে বসে থাকা তরুণী তার নতুন বউ নন। তিনি অভিনেত্রী কাজল সুবর্ণ। আসলে একটি নাটকের দৃশ্যে এমন চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাদের।

এই ছবিকে ঘিরে নতুন করে জল্পনা শুরু হয়েছে। কেউ কেউ কমেন্ট ঘরে শুভকামনাও জানিয়েছেন তাকে। আবার কেউ কেউ সমালোচনাও করেছেন। এ ছবির ক্যাপশনে সিদ্দিক লিখেছেন, ‘মানুষ ভালোবাসার মানুষকে ছেড়ে বাবা-মার কথায় বিয়ে তো ঠিকই করে। তো পরে পরকীয়া কেন করে? শুধুই তিনটি জীবন নষ্ট।’

আসলে ছবির ক্যাপশন পড়ে ছবির আসল ঘটনা বোঝার উপায় নেই। তবে গণমাধ্যমের কাছে ছবির পেছনের গল্প জানালেন সিদ্দিক নিজেই। বলেন, আবারও অভিনয়ে ফিরেছেন তিনি। তার নতুন নাটকের নাম ‘বউ পালালে বুদ্ধি বাড়ে’। এক প্রবাসী যুবকের দেশে রেখে যাওয়া বউ পালিয়ে যাওয়ার কাহিনীকে কেন্দ্র করে গল্পটি তৈরি করা হয়েছে। যেখানে সিদ্দিকের বউয়ের ভূমিকায় দেখা যাবে কাজল সুবর্ণকে।

নাটকটি রচনা করেছেন পথিক হাসান। পরিচালনা করছেন সোহাগ গাজী। গত ৭ জানুয়ারি রাজধানীর তিনশ’ ফিট অঞ্চলে নাটকটির কিছু অংশের শুটিং হয়। মূলত সেই শুটিংয়েরই একটি ছবি ফেসবুকে পোস্ট করেছেন সিদ্দিক।

এমএস/এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি