ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

ভালোবাসা দিবসে বুবলীকে নিয়ে ফিরছেন শাকিব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৩, ৬ ফেব্রুয়ারি ২০২০

শাকিব খান ও শবনম বুবলী। বর্তমান সময়ে ঢালিউডের সেরা জুটি। বিশেষ করে অপুর সঙ্গে বিচ্ছেদের পর শাকিবের পাশে ঠাঁই পেয়েছেন এই নায়িকা। ইতিমধ্যে বেশকিছু সিনেমা উপহার দিয়েছেন তারা। তাই দুজনের রসায়ন নিয়ে নতুন করে কিছু বলার নেই। গতবছরও বেশ ভালোই কেটেছে দুজনার। তবে নতুন বছরে এখন পর্যন্ত কোন সিনেমাতে দেখা যায়নি তাদের। এবার সেই হতাশা কেটে গেছে, ভালোবাসা দিবসে বুবলীকে নিয়ে ফিরছেন শাকিব।

ভালোবাসা দিবস উপলক্ষে ১৪ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে শাকিব খান ও বুবলী অভিনিত নতুন সিনেমা ‘বীর’। যদিও এর আগে সিনেমাটি মার্চ মাসে মুক্তি দেওয়ার কথা জানিয়েছিলেন সংশ্লিষ্টরা। দেশপ্রেমের কাহিনি অবলম্বনে নির্মিত হওয়ায় এটি মার্চ মাসে মুক্তি দেওয়ার কথা ছিল। কিন্তু নতুন করে মুক্তির তারিখ এগিয়ে আনা হয়েছে।

গত মঙ্গলবার কোনো রকম কর্তন ছাড়াই সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে ‘বীর’। সেন্সর পাওয়ার পরই সিনেমাটি ভালোবাসা দিবসে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

‘বীর’ সিনেমাতে অভিনয়ের পাশাপাশি প্রযোজনাও করেছেন শাকিব খান। এটি তার তৃতীয় প্রযোজনা। এর আগে ‘হিরো দ্য সুপারস্টার’ ও ‘পাসওয়ার্ড’ প্রযোজনা করেন এই ঢালিউড তারকা।

সিনেমাটি নিয়ে শাকিব খান বলেন, ‘ভালোবাসা দিবস উপলক্ষে শতাধিক সিনেমা হলে মুক্তি পাবে ‘বীর’। পর্যায়ক্রমে সিনেমাটির ট্রেলার ও গানগুলো প্রকাশ করা হবে।

বীরের গান ও ট্রেলার এসকে ফিল্মসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে বলে জানান শাকিব খান।

বীর সিনেমাটি পরিচালনা করেছেন কাজী হায়াৎ। এ সিনেমার মাধ্যমে অর্ধশত চলচ্চিত্র নির্মাণের কোঠা পূরণ করলেন এ পরিচালক।

‘বীর’ সিনেমাতে শাকিব-বুবলী ছাড়াও অভিনয় করেছেন মিশা সওদাগর, নাদিম, জাদু আজাদ প্রমুখ। এর আগে গতবছর ১২ ডিসেম্বর ‘বীর’ সিনেমাতে শাকিব খানের ফাস্টলুক উন্মুক্ত করা হয়।
এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি