ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

ভালোবাসা দিবসে বোনকে নিয়ে ফিরছেন মিথিলা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৭, ৭ ফেব্রুয়ারি ২০২০

বেশ কিছুদিন অভিনয় থেকে দূরে ছিলেন অভিনেত্রী মিথিলা। বিয়ে ও পড়াশোনার কারণে তার এই দূরত্ব। তবে নতুন খবর হচ্ছে- এবার বিরতি ভেঙে ফিরেছেন তিনি। আসছে ভালোবাসা দিবস উপলক্ষে নির্মিত একটি নাটকে দেখা যাবে তাকে। আরও আনন্দের সংবাদ হচ্ছে- এ নাটকে মিথিলার সঙ্গে দেখা মিলবে তার ছোট বোন মিশৌরীকে।

নতুন এ নাটকটির নাম ‘প্রাইসলেস’। এতে দুটি চরিত্রে দেখা যাবে মিথিলাকে।

এ বিষয়ে মিথিলা জানান, এ নাটকে তাকে দেখা যাবে ৩০ বছর আগের ও পরের দুটি চরিত্রে। একই নাটকে দুইভাবে নিজেকে তুলে ধরার সুযোগ আগে হয়নি তার। তা ছাড়া তার অভিনীত অন্যান্য নাটক থেকে ‘প্রাইসলেস’র গল্পও ভিন্ন ধরনের। অভিনয় করে ভালো লাগার আরেকটি কারণ হচ্ছে, এতে তার বোন মিশৌরীকে সহশিল্পী হিসেবে পেয়েছেন মিথিলা। নির্মাণেও রয়েছে যত্নের ছাপ। সব মিলিয়ে নাটকটি দর্শকের ভালো লাগবে বলে আশা প্রকাশ করেন তিনি।

জাফরিন সাদিয়ার রচনায় ‘প্রাইসলেস’ নাটকটি পরিচালনা করেছেন গৌতম কৈরী। এতে মিথিলার বিপরীতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ।

১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে একটি বেসরকারি টিভি চ্যানেলে নাটকটি প্রচার হবে বলে জানিয়েছেন নির্মাতা গৌতম কৈরী।
এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি