ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

হলিউডের ডলবি থিয়েটারে ৯২তম অস্কার আসর আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৪, ৯ ফেব্রুয়ারি ২০২০

যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে জমকালো আয়োজনে আজ হতে যাচ্ছে ৯২তম অস্কার অনুষ্ঠান। মোট ২৪টি শাখায় এই পুরস্কার দেয়া হবে। এ বছরও সঞ্চালক ছাড়াই  হবে অনুষ্ঠান।

স্থানীয় সময় অনুযায়ী আজ সন্ধ্যা (বাংলাদেশ সময় অনুযায়ী আগামীকাল সকাল) অনুষ্ঠিত হবে এ আসর।

এরইমধ্যে বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে সম্মানজনক এ পুরস্কার অনুষ্ঠান ঘিরে পরিচালক, তারকা, কলাকুশলীদের মধ্যে অন্যরকম আনন্দ ও কৌতূহল বিরাজ করছে।

গতবারের মতো এবারো বিভিন্ন পরিবেশনার ফাঁকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন তারকারা। অনুষ্ঠানটি এবিসি নেটওয়ার্কের  মাধ্যমে বাংলাদেশসহ বিশ্বের ২২৫টি দেশে সরাসরি দেখানো হবে।  

উল্লেখ্য, সেরা অভিনেতা, সিনেমা, পরিচালকসহ বিভিন্ন বিভাগে মোট ১১টি মনোনয়ন পেয়ে এবারের অস্কারে সব থেকে এগিয়ে আছে ‘জোকার’ চলচ্চিত্রটি।
এছাড়া ‘দ্য আইরিশম্যান, ‘ওয়ানস আপন আ টাইম ইন হলিউড’ এবং ‘১৯১৭’ সিনেমা তিনটি দশটি করে মনোনয়ন পেয়েছে।

সেরা সিনেমার মনোনয়ন তালিকায় এবার রয়েছে ‘ফর্ড ভি ফেরারি’, ‘দ্য আইরিশম্যান’, ‘জোজো র‌্যাবিট’,  ‘জোকার’, ‘লিটিল ওমেন’, ‘ম্যারেজ স্টোরি’, ‘১৯১৭’, ‘ওয়ানস আপন আ টাইম ইন হলিউড’, ‘প্যারাসাইট’।

আর সেরা পরিচালকের তালিকায় রয়েছেন মার্টিন স্করসিস (দ্য আইরিশম্যান), টোড ফিলিপস (জোকার), স্যাম মেন্ডিস (১৯১৭), কোয়েন্টিন টারান্টিনো (ওয়ানস আপন আ টাইম ইন হলিউড), বং জুন হো (প্যারাসাইট)।

সেরা অভিনেতার মনোনয়ন পেয়েছেন অ্যান্টোনিও ব্যান্ডেরাস (পেইন অ্যান্ড গ্লোরি), লিওনার্দো ডি ক্যাপ্রিও (ওয়ানস আপন আ টাইম ইন হলিউড), অ্যাডাম ড্রাইভার (ম্যারেজ স্টোরি), জোয়াকুইন ফোনিক্স (জোকার), জোনাথান প্রাইস (দ্য টু পোপস)।

অস্কারে এবার সেরা অভিনেত্রীর মনোনয়ন পেয়েছেন সিন্থিয়া এরিভো (হ্যারিয়েট), স্কারলেট জোহানসন (ম্যারেজ স্টোরি), সিয়োর্স রোনান (লিটল উইমেন), শার্লিজ থেরন (বোম্বশেল), রেনে জেলওয়েগার (জুডি)।

সেরা সহ-অভিনেতার মনোনয়ন পেয়েছেন টম হ্যাঙ্কস (আ বিউটিফুল ডে ইন নেইবরহুড), অ্যান্থোনি হপকিংস (দ্য টু পোপস), আল পাচিনো (দ্য আইরিশম্যান), জো পেসি (দ্য আইরিশম্যান) ও ব্র্যাড পিট (ওয়ানস আপন আ টাইম ইন হলিউড)।  

এছাড়া সেরা সহ-অভিনেত্রীর মনোনয়ন পেয়েছেন ক্যাথি বেইটস (রিচার্ড জুয়েল), লরা ডার্ন (ম্যারিজ স্টোরি), স্কারলেট জোহানসন (জো জো র‌্যাবিট), ফ্লোরেন্স পিউ (লিটল ওমেন) ও মার্গট রবি (বোম্বশেল)।

এদিকে ৯২তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের অভিনয় ও পরিচালনা বিভাগে মনোনয়ন পাওয়া সবাইকে একটি করে ব্যাগ উপহার দেয়া হবে। এতে থাকবে ৮৫ লাখ টাকারও বেশি মূল্যের জিনিসপত্র। লস অ্যাঞ্জেলেস ভিত্তিক ডিসটিঙ্কটিভ অ্যাসেটস এসব গুডি ব্যাগ পাঠাবে। দুই দশক ধরে দায়িত্বটি পালন করছে এই বিপণন সংস্থা। সবাই ব্যাগের ভেতর পাবেন মিলিয়নার ক্রিস্টাল কানের দুল, হলোটিপসের ২৪ ক্যারেট সোনায় মোড়া একটি ভেপ কলম ও সিনিক এক্লিপস জাহাজে ১২ দিন ভ্রমণের টিকিট। ব্যাগে আরো থাকছে কোডা সিগনেচারের গাঁজামিশ্রিত চকোলেট, হটসি টটসি হাউসের বানানো ২৪ ক্যারেট সোনায় মোড়া রয়েল চাকরা বাথ বোম, ব্রাজিলিয়ান বেগুনি বালি ও নারিকেলের দুধ।
এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি