ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

গাজীপুরের ‘স্বপ্নের ঠিকানায়’ সালমান শাহ!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:০১, ১৩ ফেব্রুয়ারি ২০২০ | আপডেট: ২১:০৭, ১৩ ফেব্রুয়ারি ২০২০

সালমান শাহ এখনো বেঁচে আছে! ঠিক দাঁড়িয়ে আছেন গাজীপুরের উলুখোলায়। অসংখ্য মানুষ তাকে দেখতে এসেছে। বিশ্বাস হচ্ছে না! বিশ্বাস হওয়ারও কথা নয়। সালমান শাহ মারা গেছেন প্রায় ২৪ বছর আগে। তবে তার ভক্তদের সামনে অন্যভাবে ধরা দিয়েছেন তিনি।

গাজীপুরের উলুখোলায় সালমান শাহ ভক্ত রাশেদ খান নির্মাণ করেছেন ‘স্বপ্নের ঠিকানা’ নামে একটি রিসোর্ট। সেখানে তিনি স্থাপন করেছেন সালমান শাহ’র ম্যুরল। মূর্তির সামনে দাঁড়ালে যেন মনে হয় অবিকল সালমান দাঁড়িয়ে আছেন। কথা বলছেন তার ভক্তদের সঙ্গে।

আজ বৃহস্পতিবার দুপুরে উলোখোলা থানার বীরতুল উত্তরপাড়ায় স্থাপন করা হয়েছে সালমান শাহ এর এ ভাস্কর্য। এ সময় সেখানে উপস্থিত ছিলেন সালমানের প্রথম সিনেমা 'কেয়ামত থেকে কেয়ামত'- এর নির্মাতা সোহানুর রহমান সোহান। আরও ছিলেন সালমানের 'সুজন সখী' সিনেমার পরিচালক শাহ আলম কিরণ, 'স্বপ্নের ঠিকানা' সিনেমার সহকারী পরিচালক শিল্পী চক্রবর্তী, পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার।

রিসোর্টটির মালিক রাশেদ খান বলেন, সালমান শাহ’র ভালোবাসা থেকেই এটি নির্মাণ করেছি। লাভের জন্য করিনি। আমার মতো ভক্তরা এসে সালমান শাহকে এখানে এসে দেখে যেতে পারবে।

কেন এটি নির্মাণ করেছেন জানতে চাইলে রাশেদ বলেন, আর দশটা দিনের মতোই শুরু হয়েছিল শুক্রবারের দিনটি।হঠাৎ করেই একটি খবর রেডিও টিভির কল্যাণে ছড়িয়ে পড়ে ঢালিউড সুপারস্টার সালমান শাহ আর নেই। কোনো ভাবেই এ সংবাদ বিশ্বাস করতে পারিনি। খুব কষ্ট লাগছিল। তারপর থেকে চিন্তা করতে থাকলাম সালমান শাহ এর জন্য কিছু একটা করবো। সেই স্বপ্ন থেকেই এই আয়োজন।

সালমান শাহ ম্যুরল স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও সংসদ সদস্য মেহের আফরোজ চুমকী, সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর। তারা সবাই এই রিসোর্টের মাধ্যমে সালমান শাহ'র প্রতি ভালোবাসা ও সম্মান দেখানোর প্রচেষ্টার জন্য রাশেদ খানকে অভিনন্দিত জানান।

এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি