ঢাকা, বুধবার   ০৯ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

তাপসের মৃত্যুর খবর শুনে কাঁদলেন দেবশ্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১০, ১৮ ফেব্রুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

টালিপাড়ায় শোক সংবাদ। মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে মঙ্গলবার ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন অভিনেতা তাপস পাল। তার মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমেছে ইন্ডাস্ট্রিতে। এদিকে সহকর্মী তাপস পালের মৃত্যুর সংবাদ শুনেই কান্নায় ভেঙে পড়েছেন তার একাধিক সিনেমার নায়িকা দেবশ্রী রায়।

তিনি বলেন, ‘আমি বিশ্বাসই করতে পারছি না। একটার পর একটা সিনেমা করেছি আমরা।’

গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। শোকে মানসিক ভাবে বিধ্বস্থ হয়ে কথা বলতে পারছিলেন না এ অভিনেত্রী।

তাপস পালের অন্য এক সহকর্মী ও বন্ধু চিরঞ্জিত চক্রবর্তী বলেন, ‘তাপস পাল ছিলেন সুপারস্টার।’ 

পাশাপাশি তিনি আরও জানান, ‘তাপসের শেষ জীবনটা অত্যন্ত খারাপ গেছে, অত উজ্জ্বল ছেলের এই পরিণতি মানা যায় না।’

এছাড়া পরিচালক হরনাথ চক্রবর্তী বলেন, ‘তার সঙ্গে ফ্যামিলি ও বন্ধুর মতো সম্পর্ক ছিল। তাপস হইহই করে কাজ করতেন, খেতে ভালবাসতেন। তার মৃত্যুতে এক ভালো অভিনেতাকে হারাল টালিগঞ্জ।’

এছাড়াও তাপস পালের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। গভীর শোক প্রকাশ করেছেন রচনা ব্যানার্জীও।
সূত্র : কলকাতা২৪
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি