ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

তিন নায়িকার বিপরীতে ‘সাহসী হিরো আলম’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৭, ১৯ ফেব্রুয়ারি ২০২০

হিরো আলম। বিভিন্ন সময়ে নিজের কৌতুকপূর্ণ আচরণে আলোচনায় উঠে আসেন তিনি। চেহারা অথবা অভিনয় দিয়ে নয়, পরিচিতি পেয়েছেন নিজেকে হিরো দাবি করেই। এবার নিজের প্রযোজনায় নির্মিত হয়েছে তার প্রথম সিনেমা। নাম ‘সাহসী হিরো আলম’। সিনেমাটি মুক্তি পাবে আগামী ২৭ মার্চ।

এআর মুকুল নেত্রবাদী পরিচালিত সিনেমাটির নাম ভূমিকায় অভিনয় করেছেন হিরো আলম। তার বিপরীতে রয়েছেন তিন নায়িকা।

এরই মধ্যে প্রকাশ পেয়েছে হিরো আলমের সেই সিনেমার পোস্টার। যেখানে উদোম শরীরে অজগর পেঁচিয়ে দাঁড়িয়ে আছেন হিরো। পোস্টারের ওপরের দিকে তিন নারীর সঙ্গে অন্তরঙ্গ ভঙিমায় রয়েছেন তিনি। এমনকি পোস্টারে হেলিকপ্টারেও ঝুলতে দেখা গেছে তাকে।

সামাজিকমাধ্যমে পোস্টারটি প্রকাশের পর তা নিয়ে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। অনেকেই হাসির ইমোকন দিচ্ছেন পোস্টারটি দেখে। কেউ কেউ আবার নেতিবাচক মন্তব্য করছেন। সিনেমার মান ও রুচি নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে।

এ ব্যাপারে পরিচালক মুকুলের ভাষ্য– যেহেতু সেন্সর বোর্ড সিনেমাটির অনুমতি দিয়েছে, তাই এটি ভালো সিনেমা। কারণ যারা সেন্সর বোর্ডে বসে আছেন, তারা তো আর মূর্খ নন। তা ছাড়া হিরো আলম বাংলাদেশে তুমুল জনপ্রিয়। দেশের বাইরেও তার ভক্ত রয়েছে।

তার দাবি, ঢালিউড সুপারস্টার শাকিব খানের চেহারা ভালো হলেও তিনি হিরো আলমের চেয়ে জনপ্রিয় নন।
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি