ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

স্ত্রীকে নিয়ে অভিনয়ে যুবরাজ সিং

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩৪, ১৯ ফেব্রুয়ারি ২০২০ | আপডেট: ১৩:৪৩, ১৯ ফেব্রুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

যুবরাজ সিং। ভারতের সাবেক তারকা ক্রিকেটার। এক সময়ের ব্যাট হাতে মাঠ কাঁপানো এই তারকা এবার নাম লেখালেন অভিনয়ে। ক্রিকেটের এই যুবরাজকে দেখা যাবে নতুন এক ওয়েব সিরিজে। 

শুধু যুবরাজই নন, ওই ওয়েব সিরিজে অভিনয় করবেন তার স্ত্রী হেজল কিচও। তবে এই সিরিজের প্রধান চরিত্রে অভিনয় করবেন যুবরাজের ভাই জোরাভার।

গুয়াহাটিতে প্রযোজক সংস্থার পক্ষ থেকে এ কথা জানিয়েছেন নীতা শর্মা।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘যুবরাজ এবং তার ভাই জোরাভারকে নিয়ে এই ওয়েব সিরিজ করতে পেরে আমরা সম্মানিত। এ ছাড়া আমাদের লক্ষ্য হল, অসমের উঠতি প্রতিভাদের তুলে ধরা।’

ওই সংবাদ সম্মেলনে যুবরাজের মা শবনমও উপস্থিত ছিলেন। তিনি বলেন, ‘সবাই এবার আসল যুবরাজ এবং জোরাভারকে দেখবে। এই ওয়েব সিরিজে কেন্দ্রীয় চরিত্র তৈরি হয়েছে জোরাভারকে ঘিরে। মা হিসেবে আমার দুই ছেলে এবং পুত্রবধূকে নিয়ে আমি ভীষণ গর্বিত।’
 
এই ওয়েব সিরিজের সঙ্গে যুক্ত আছেন বলিউডের অনেকেই।

উল্লেখ্য, যুবরাজের বাবা যোগরাজ সিংহও এক সময় অভিনয় জগতের পরিচিত নাম ছিলেন। 
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি