ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

ছবির শুটিংয়ে ক্রেন ভেঙে তিন সহকারী পরিচালক নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৯, ২০ ফেব্রুয়ারি ২০২০

‘ইন্ডিয়ান-২’ সিনেমার শুটিং চলাকালে ক্রেন ভেঙে পড়ে তিন সহকারী পরিচালক নিহত হয়েছেন। অল্পের জন্য প্রাণে বেঁচে যান ছবিটির পরিচালক ও অভিনেতারা। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। 

নিহতরা হলেন- মধু (২৯), কৃষ্ণ (৩৪) ও চন্দ্র।

বুধবার রাত সাড়ে নয়টার দিকে ভারতের চেন্নাইয়ের কাছে ইভিপি ফিল্ম সিটিতে এ দুর্ঘটনা ঘটে। দেশটির পুলিশ সূত্রের বরাত দিয়ে এনডিটিভি এ খবর জানিয়েছে। 

জানা যায়, চেন্নাইয়ের কাছে ইভিপি ফিল্ম সিটিতে এই শুটিং চলছিলো। আচমকা শুটিং সেটে থাকা বিশাল আকৃতির ক্রেনটি ভেঙে পড়ে। এতে ঘটনাস্থলে দুইজন ও হাসপাতালে নেয়ার পর একজনের মৃত্যু হয়। আহতদের মধ্যেও কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

১৯৯৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘ইন্ডিয়ান’ সিনেমার সিকুয়েল নির্মাণ করছেন পরিচালক শঙ্কর। দুর্ঘটনার সময় অভিনেতা কমল হাসান পাশের কমপ্লেক্সে ছিলেন। ‘ইন্ডিয়ান ২’ সিনেমায় আরও অভিনয় করছেন রাকুল প্রীত সিং ও কাজল আগারওয়াল। দুর্ঘটনার সময় তারা স্পটে ছিলেন কি না সে বিষয়ে কিছু জানা যায়নি।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি