ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

আজ সজলের জন্মদিন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫০, ২০ ফেব্রুয়ারি ২০২০

অভিনেতা আব্দুন নূর সজলের জন্মদিন আজ। শোবিজ অঙ্গনে তিনি সজল নামেই পরিচিত। ১৯৮৪ সালের ২০ ফেব্রুয়ারি পুরান ঢাকায় জন্মগ্রহণ করেন তিনি। 

সজল মাধ্যমিক পাশ করেছেন রাইফেলস পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে। উচ্চমাধ্যমিক পাশ করেছেন ঢাকা কলেজ থেকে। পরবর্তীতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসন বিদ্যায় উচ্চশিক্ষা লাভ করলেন। এরপর ক্যারিয়ার হিসেবে বেছে নেন অভিনয়কেই। রোমান্টিক, কমেডি কিংবা সিরিয়াস গল্পের নাটকেও অনবদ্য অভিনয় করে দর্শকের মনে নিজের আসন গড়ে নিয়েছেন তিনি।

সজল শুধু নাটকেই নয় অভিনয় করেছেন চলচ্চিত্রেও। সজল অভিনীত প্রথম সিনেমা তন্ময় তানসেন পরিচালিত ‘রান আউট’। এরপর বাণিজ্যিক ধারার আরও একটি নতুন সিনেমাতে অভিনয় করেছেন সজল। ‘হারজিৎ’ নামের এই সিনেমাটি পরিচালনা করেছেন বদিউল আলম খোকন। সর্বশেষ সজল অভিনয় করেছেন নাদের চৌধুরীর পরিচালনায় ‘জ্বীন’ নামের একটি সিনেমায়।
এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি