ঢাকা, শুক্রবার   ১১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সৌরভের চরিত্রে হৃতিক!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২২, ২৬ ফেব্রুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

বলিউডে তীব্র গুঞ্জন চলছে সৌরভ গাঙ্গুলীর বায়োপিক নিয়ে। শোনা যাচ্ছে, তার চরিত্রে দেখা যেতে পারে হৃতিক রোশনকে। যিনি সৌরভেরও পছন্দের নায়ক।

সম্প্রতি এ বিষয়ে কর্ণ জোহরের সঙ্গে সৌরভের কথাও হয়েছে। কর্ণের সঙ্গে সাক্ষাতের কথা সৌরভ স্বীকার করেও নিয়েছেন। তবে বায়োপিকের কথা অস্বীকার করেন তিনি। 

সৌরভ বলেন, ‘আমার সঙ্গে কর্ণের মিটিং হয়েছে ঠিকই। তবে সেটা একেবারেই ব্যক্তিগত। আমার বায়োপিক নিয়ে নয়।’ 

সৌরভ যতই অস্বীকার করুক, তার ভক্তরা বেশ আশাবাদী। সে ক্ষেত্রে ভারতীয় ক্রিকেটের দুই কিংবদন্তি অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি, মহম্মদ আজহারউদ্দিনের পর এ বার সৌরভের লড়াইয়ের কথাও বড় পর্দায় উঠে আসবে। 

এর আগে শোনা গিয়েছিল, একতা কপূরের ডিজিটাল প্ল্যাটফর্মের জন্য সৌরভের বায়োপিক হতে পারে। মাস দুয়েক আগে সৌরভ নিজেই জানিয়েছিলেন, বায়োপিক হলে হৃতিকই তার প্রথম পছন্দ।
সূত্র : আনন্দবাজার
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি