ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

কান্না-হাসির অসুখ নিয়ে নাটক ‘একমুঠো জোনাকি’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:১৫, ২৭ ফেব্রুয়ারি ২০২০

হুট করে হেসে দেওয়া বা কান্না করে ফেলা এক ধরনের রোগ। এটাকে বলে সিউডোবুলবার এফেক্ট। এ রোগে আক্রান্ত হলে নিজের ওপর নিয়ন্ত্রণ থাকে না। অনেকে জানতে পেরে এদেরকে অবজ্ঞা করে বা ভাবে প্রতিবন্ধী। এমনই গল্প নিয়ে নাটক ‘একমুঠো জোনাকি’।

নাটকটি পরিচালনা করেছেন দীপু হাজরা। লিখেছেন শফিকুর রহমান শান্তনু। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, শবনম ফারিয়া, মাসুম বাশার, নিঝু মনি, ফরিদ মোহাম্মদ, নাজিরুল আপন, শুভ, ফাইজা, নজরুল ইসলাম প্রমুখ। প্রযোজনা করেছেন মোজাফফর দিপু।

শনিবার (২৯ ফেব্রুয়ারি) রাত ৮ টায় আরটিভির পর্দায় প্রচারিত হবে ‘একমুঠো জোনাকি’। 

নাটকটির গল্প আবর্তীত হয়েছে আবীর আর হৃদিকে নিয়ে। তাদের পরিচয়টা রাস্তায়। ইভটিজিংয়ের শিকার হয়ে হৃদি আবীরকে রাস্তায় দিয়ে হেঁটে যেতে দেখে ডাক দেয়। ভাবে তাকে দেখলে ইভটিজাররা ভয় পাবে। আবীর ছেলেগুলোর সামনে এসে হেসে দেয়। এমন সময় এক পুলিশ এসে আবীরকে থানায় নিয়ে যায়। পরবর্তীতে আবীরের বাবাকে জানায় যে তার ছেলের ‘সিউডোবুলবার এফেক্ট’ আছে। ওই ঘটনার পর আবীর ও হৃদির মধ্যে বন্ধুত্ব হয় এবং তা থেকে প্রেম হয়। কিন্তু সে প্রেমে বাধা হয়ে দাঁড়ায় হৃদির বোন হৃদয়। এমন গল্প নিয়েই নাটকটি এগুতে থাকে।

এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি