ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

দিল্লির সহিংসতায় উত্তপ্ত টলিউড

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:১৭, ২৮ ফেব্রুয়ারি ২০২০

ভারতের চেনা রাজধানী এখন অচেনা এক নগরকে পরিণত হয়েছে। সহিংসতায় পুড়ে ছারখার গোটা দিল্লি। সহিংসতায় এ পর্যন্ত ৪২ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন তিন শতাধিক। সহিংসতার বিষয়ে মুখ খোলেনি বলিউডের প্রথম সারির কোন তারকা। তবে থেমে নেই টলিউড। অনেক অভিনেতা-অভিনেত্রী মুখ খুলেছেন, প্রতিবাদ জানিয়েছেন। এবার চিত্রনায়ক দেব, প্রসেনজিৎও প্রতিবাদ জানিয়েছেন।

দিল্লির সহিংসতা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যে সরব হয়েছেন মিমি ও নুসরাত। টলিউডের জনপ্রিয় নায়ক ও তৃণমূল সাংসদ দেব তার টুইটার হ্যান্ডলে ভারতের জাতীয় পতাকার ছবি পোস্ট করে লিখেছেন, ‘আমি দেখতে পাচ্ছি, দিল্লি জ্বলছে না। আমি দেখছি মানবতা পঙ্গু হয়ে যাচ্ছে। এটা স্রষ্টার পরিকল্পনা নয়। এটা বন্ধ হওয়া দরকার। না হলে জাতি হিসেবে আমরা সবাই একসঙ্গে ব্যর্থ হব।’

এর আগে এনডিটিভিকে দেব বলেন, ‘সোমবার থেকে যেভাবে সহিংসতা শুরু হয়েছে দিল্লিতে, তাতে আমি গভীর যন্ত্রণা পেয়েছি। শান্তি ফিরে আসুক এটাই কামনা।' 

টলিউডের সুপারস্টার প্রসেনজিৎও টুইট করেছেন বিষয়টি নিয়ে। তিনি লিখেছেন, ‘দিল্লির অশান্তির ঘটনায় দুঃখিত ও বিধ্বস্ত অনুভব করছি। সহিংসতা জয়ী হতে পারে না। আসুন ভারতীয় হিসেবে একসঙ্গে এগিয়ে আসি আমরা।’

অভিনেত্রী ও তৃণমূ‌লের সাংসদ নুসরাত জাহান এরআগে এক টুইট বার্তায় লেখেন, ‘দুঃখিত, হতাশ। আমার দেশকে জ্বলতে দেখে যন্ত্রণাবিদ্ধ। আমাদের ভুলে যাওয়া উচিত নয়, আমরা প্রথমে মানুষ। গুজব, ভুয়ো খবর, ঘৃণা ছড়াবেন না।’

অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ও প্রতিবাদ করেছেন দিল্লির সহিংসতার। তিনি ব্যঙ্গ করে টুইট করেন, ‘না, এটা শিউরে ওঠার মতো নয় আর। ব্যাপারটা চলছিল। এবার শুরু হল খোলাখুলি।’

সংশোধিক নাগরিক আইন (সিএএ) সমর্থক ও বিরোধীদের মধ্যে সংঘর্ষের ফলে রোববার থেকে দিল্লিতে সহিংসতা শুরু হয়।

এমএস/এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি