ঢাকা, শুক্রবার   ২৮ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

কলকাতায় সৃজিত-মিথিলার বিবাহত্তোর সংবর্ধনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৭, ১ মার্চ ২০২০

Ekushey Television Ltd.

অবশেষে হয়ে গেল মিথিলা ও সৃজিতের বিবাহত্তোর সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার (২৯ ফেব্রুয়ারি) লিপ ইয়ার বা অধিবর্ষের বিশেষ দিনে সৃজিতের দক্ষিণ কলকাতার ফ্ল্যাটে বসেছিল চাঁদের হাট।

তাদের রিসেপশনের অনুষ্ঠানে এসেছিলেন, ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি, অভিনেতা অনির্বাণ, ইন্দ্রনীল, টালিউডের পরিচালক রাজ চক্রবর্তী, সৌরসেনী মৈত্র, গার্গী রায়চৌধুরী, অর্জুন চক্রবর্তী, মাধবী মুখোপাধ্যায়, অভিনেতা মিমি, জয় ও সোমলতাসহ অন্যান্যরা।

খাবারের ম্যানুতে ছিল পোলাও, ডাল মাখানি, পনির মাখানি, চিংড়ি মালাইকারি, মাংসসহ নানা আয়োজন। সঙ্গে মিষ্টি দই, নলেন গুড়ের কাঁচাগোল্লা।

এদিন সৃজিত-মিথিলার পোশাকের দেখভাল করেছেন ফ্যাশন ডিজাইনার শর্বরী দত্ত। মিথিলার পরনে ছিল লাল রঙের শাড়ি। আর তার সঙ্গে মানানসই করে সৃজিত পরেছেন আচকান আর ধুতি।

অনুষ্ঠানে উপস্থিত সকলেই দুই তারকার নতুন জীবনকে স্বাগত জানিয়েছেন।

উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে ঘর বাঁধেন বাংলাদেশের অভিনয়শিল্পী-মডেল রাফিয়াত রশিদ মিথিলা ও ভারতের পশ্চিমবঙ্গের চলচ্চিত্র নির্মাতা সৃজিত মুখার্জি। এরপর ঘটা করে সুইজারল্যান্ড থেকে মধুচন্দ্রিমাও সেরে এসেছেন দুজন। এবার দুই বাংলার, দুই ধর্মের তারকা দম্পতি এই আনুষ্ঠানিকতাও সারলেন।

সূত্র : আনন্দবাজার
এসএ/


 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি