ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

আজ ব্রাহ্মণবাড়িয়ায় ধারণ করা ‘ইত্যাদি’র পুনঃপ্রচার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১৩, ১ মার্চ ২০২০

২০১৮ সালে স্বাধীনতার গৌরবোজ্জ্বল মাস মার্চ মাসে প্রচারিত ব্রাহ্মণবাড়িয়ায় ধারণ করা ইত্যাদি পুনঃপ্রচার হবে আজ। বিটিভিতে রাত ১০টার ইংরেজি সংবাদের পর প্রচারিত হবে এই পর্ব। 

শিক্ষা, সাহিত্য, সংগীতে সমৃদ্ধ জেলা ব্রাহ্মণবাড়িয়া। সেখানে তিতাস নদীর তীরে তিতাসপাড়ায় তিতাস গ্যাস ফিল্ডের এক নম্বর কূপের সামনে ধারণ করা ইত্যাদির এই পর্বটি।

বিষয়-বৈচিত্র্যে ভরপুর ইত্যাদির এই পর্বে রয়েছে কয়েকটি হূদয়ছোঁয়া প্রতিবেদন। ব্রাহ্মণবাড়িয়ার ইতিহাস, ঐতিহ্য এবং প্রাকৃতিক গ্যাসের ওপর একটি তথ্যসমৃদ্ধ প্রতিবেদন। রয়েছে এক ব্যতিক্রমী পরিশ্রমী অটোরিকশা চালক দুলাল চন্দ্র দাসের ওপর একটি মানবিক প্রতিবেদন। রয়েছে বাংলাদেশি বংশোদ্ভুত নেদারল্যান্ডসের নাগরিক আনোয়ারা বেগমের নিজের শিকড়ের সন্ধানের ওপর একটি অনুসন্ধানী প্রতিবেদন। বিদেশি প্রতিবেদনে রয়েছে পবিত্র মদিনা শরীফের একটি ব্যতিক্রমী রাস্তা।

নিয়মিত পর্ব হিসেবে এবারও যথারীতি রয়েছে মামা-ভাগ্নে, নানি-নাতি ও চিঠিপত্র পর্ব। এছাড়াও এ ইত্যাদিতে বিভিন্ন সামাজিক অসংগতি ও সমসাময়িক ঘটনা নিয়ে রয়েছে বেশ ক’টি বিদ্রুপাত্মক নাট্যাংশ। 

‘ইত্যাদি’ রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি