ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

দার্জিলিঙের ঠান্ডায় কাবু হয়ে অঙ্কুশের গান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৪৩, ৩ মার্চ ২০২০

দার্জিলিঙ-এ রয়েছেন নায়ক অঙ্কুশ। সেখানে ঠান্ডায় কাঁপতে কাঁপতে ‘স্যাড সং’ ভাঁজছেন অঙ্কুশ। কার জন্য? দীর্ঘদিনের বান্ধবী ঐন্দ্রিলা সেন? না, তিনি তো যাননি সঙ্গে। তবে?

আপাতত শুভশ্রীর জন্যই অঙ্কুশের তার এই গান লেখা। বাবা যাদবের পরবর্তী ছবির জন্য বেশ কিছু দিন ধরেই অভিনেতার নতুন ঠিকানা দার্জিলিং। এই ছবিতে তার বিপরীতে রয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। আর শুভশ্রী-অঙ্কুশের এই নতুন ছবির কিছু মুহূর্ত অঙ্কুশ শেয়ার করে নিলেন শুধুমাত্র আনন্দবাজার ডিজিটালের সঙ্গে।

শুটিংয়ের ফাঁকে হাল্কা মেজাজে কখনও তিনি চুমুক দিলেন কফি-কাপে। আবার কখনও বা শুট করলেন ‘দুঃখের গান’। এরই মাঝে অনেক জায়গায় বৃষ্টি হয়েছে। দার্জিলিংয়েও জাঁকিয়ে পড়েছে ঠাণ্ডা। 

অঙ্কুশ বললেন, ‘এরই মধ্যে জোর কদমে চলছে শুটিং। সমানতালে চলছে আড্ডাও।’ ঐন্দ্রিলাকে কি মিস করছেন অঙ্কুশ?

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি