ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

বঙ্গবন্ধুর বায়োপিকে থাকছেন যেসব শিল্পী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫০, ৪ মার্চ ২০২০

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন-নির্ভর চলচ্চিত্র ‘বঙ্গবন্ধু’ নির্মিত হতে যাচ্ছে। এ বায়োপিক পরিচালনা করবেন মুম্বাইয়ের নির্মাতা শ্যাম বেনেগাল। ইতিমধ্যে অডিশনের মাধ্যমে সিনেমাটির শিল্পী বাছাইয় করা হয়েছে।

এক গেজেটের মাধ্যমে সিনেমাটির অভিনেতা-অভিনেত্রীদের নামের তালিকা প্রকাশ করেছে তথ্য মন্ত্রণালয়। এতে বলা হয়- সিনেমাটিতে বঙ্গবন্ধু চরিত্রে অভিনয় করবেন আরেফিন শুভ এবং বঙ্গবন্ধুর স্ত্রী ফজিলাতুন্নেসা মুজিব চরিত্রে নুসরাত ইমরোজ তিশা। 

শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া, বঙ্গবন্ধুর মা শেখ সায়েরা খাতুনের চরিত্রে দিলারা জামান, হোসেন শহীদ সোহরাওয়ার্দী চরিত্রে তৌকির আহমেদ, ফজলুর রহমান বাবু খন্দকার মোশতাকের চরিত্রে, পাকিস্তানের স্বৈরশাসক জেনারেল আইয়ুব খানের চরিত্রে মিশা সওদাগর, মানিক মিয়া চরিত্রে তুষার খান, তাজউদ্দীন আহমদ চরিত্রে ফেরদৌস, খায়রুল আলম সবুজ বঙ্গবন্ধুর বাবা লুৎফর রহমানের চরিত্রে, একেএম ফজলুল হকের চরিত্রে শহীদুল আলম সাচ্চু এবং আবদুল হামীদ খান ভাসানী চরিত্রে রাইসুল ইসলাম আসাদ অভিনয় করবেন।

বিএফডিসি, কবিরপুর বঙ্গবন্ধু ফিল্ম সিটিতে এর দৃশ্যধারণ করা হবে বলে জানা গেছে। কিছুদিন আগে পরিচালক শ্যাম বেনেগাল লোকেশন দেখার জন্য কবিরপুর বঙ্গবন্ধু ফিল্ম সিটিতে গিয়েছিলেন।

আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মদিন। এদিন থেকে শুরু হবে সিনেমাটির শুটিং।
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি