করোনা ভাইরাস নিয়ে নাটক ‘স্বপ্ন আড্ডা’
প্রকাশিত : ১২:৪৭, ৪ মার্চ ২০২০
চীন থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে মৃতের সংখ্যা দিনে দিনে বাড়ছে। বিশ্বের বেশ কয়েকটি দেশ ভয়ংকর এ ভাইরাসের মুখোমুখি। যদিও বাংলাদেশ এখনও ভাইরাসটি থেকে সুরক্ষিত রয়েছে। তবে সতর্ক থাকাটা জরুরী। আর তাই এবার এ ভাইরাস নিয়ে সতর্কতামূলক একটি ধারাবাহিক নাটক নির্মিত হতে যাচ্ছে। নাটকটির নাম ‘স্বপ্ন আড্ডা’।
আহসান আলমগীরের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সাজ্জাদ হোসেন দোদুল।
এর গল্পে দেখা যাবে, স্বপ্নবাজ তিন বেকার যুবক আখম হাসান, জামিল ও মিলন ভট্ট। নানা ধরনের পরিকল্পনা নিয়ে ছক কষেন তারা। খুব বেশি সফল নন। কিন্তু করোনাভাইরাসের উদ্ভবের কারণে তারা নতুন এক পরিকল্পনা হাতে নেয়। তারা যখন দেখলেন করোনাভাইরাস পৃথিবী ধ্বংসের জন্য ধেয়ে আসছে, তখন তারা চিন্তা করেন আমাদের দেশের ভেষজ উপায়ে এর ওষুধ আবিষ্কার করে যদি সারা পৃথিবীতে রফতানি করা যায় তাহলে পৃথিবীর মানুষও বাঁচল, সেসঙ্গে অল্প সময়ে কোটি কোটি বিলিয়ন ডলারের মালিক হয়ে যাওয়াও যাবে। কিন্তু স্বপ্ন দেখা যত সহজ আবিষ্কার করা ততই কঠিন। এ বিষয়ে যাদের ন্যূনতম পড়াশোনা নেই, তারা কি সাফল্য অর্জন তরতে পারবে?
এ রকম গল্প নিয়েই ‘স্বপ্ন আড্ডা’ নামের নাটকটির গল্প এগিয়ে যায়।
নাটকটি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ৯টা ২০ মিনিটে প্রচার হচ্ছে বৈশাখী টিভিতে।
এসএ/