ঢাকা, বৃহস্পতিবার   ১৩ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

ড্রামা সিরিজ ‘মূ’র ১৯তম পর্বের কাহিনী সংক্ষেপ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২২, ৪ মার্চ ২০২০

Ekushey Television Ltd.

একুশে টেলিভিশনে প্রচারিত হচ্ছে বাংলায় ডাবিংকৃত চীনা মেগা ড্রামা সিরিজ ‘মূ’। ১০০ পর্বের এই সিরিজে চীনা মিং সাম্রাজ্যের অভ্যন্তরীণ দ্বন্দ্ব, ষড়যন্ত্র, ঘৃণা ও ভালোবাসার ঘটনা প্রবাহ তুলে ধরা হয়েছে। 

১৫ ফেব্রুয়ারি থেকে ড্রামা সিরিজটি একুশে টেলিভিশন প্রচার শুরু করেছে। ৪ মার্চ রাত সাড়ে দশটায় প্রচার হবে ‘মূ’র ১৯তম পর্ব। 

চীনের ঐতিহাসিক প্রেক্ষাপটে তৈরি করা ড্রামা সিরিজটি পরিচালনা করেছেন রিংগো ইয়ু। ওয়াং জুয়ানের চিত্রনাট্যের এই সিরিজ ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। ২০১২ সালে সিরিজিটি প্রথম চীনের সরকারি টেলিভিশন (সিসিটিভি)’তে  ‘টার্বুলেন্স অব দ্যা মু ক্লেন’ নামে প্রচারিত হয়। 

১৯তম পর্বে যা থাকছে :

আলিসিও’র মামা শি হুকে পরীক্ষা করতে ছোট যুবরাজ গোপনে এক নাটক সাজান। কিন্তু সেই পরীক্ষায় শি হু উত্তীর্ন হয়। এরপর তাকে বিশ্বাস করতে শুরু করেন ছোট যুবরাজ মূ লং। নিজের বড় ভাইকে অর্থাৎ বড় যুবরাজকে গিয়ে তার ধারণা মিথ্যে বলে জানিয়ে হুমকি দিয়ে আসেন মূ লং।

 

এদিকে আলিসিও কারাগারে বন্দি। তাকে দেখতে যায় আচাও। কিন্তু আও ইকে আচাও যে হত্যা করেছে তা আলিসিও’র কাছে কোনভাবেই স্বীকার করে না।

অপরদিকে আলিসিওকে মুক্ত করতে চায় দুই রাজকুমার। রাণির কাছে গিয়ে বিশেষ এক আইনের কথা জানায় রাজকুমার মূ চুং। কিন্তু এতে জীবনের ঝুঁকি রয়েছে। রাণি তাদের সতর্ক করেন। তবুও দুই রাজকুমার জীবনের ঝুঁকি নিতে রাজি। অবশেষে আলিসিওকে মুক্ত করতে দুই রাজকুমারের কঠিন পরীক্ষায় নেমে পড়ে। শুরু হয় লড়াই।

আর এ সবই দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত দেখতে চোখ রাখুন একুশে টেলিভিশনের পর্দায়।

উল্লেখ্য, মিং সাম্রাজ্য ১৩৬৮ সাল থেকে ১৬৪৪ সাল পর্যন্ত প্রায় ৩০০ বছর চীন শাসন করে।

দেশের জনপ্রিয় এই টেলিভিশন স্টেশনে খবর ছাড়াও প্রচারিত হচ্ছে খবরের বিশ্লেষণধর্মী টকশো অনুষ্ঠান ‘একুশের রাত’। এছাড়াও ‘খোলা জানালা’ অনুষ্ঠানে বিভিন্ন বিষয়ের উপর বিশেষজ্ঞ মতামতসহ দেখতে পাবেন নানা বিশ্লেষণ। 

এ ছাড়াও একুশে টেলিভিশনে রয়েছে বিভিন্ন বিনোদনধর্মী অনুষ্ঠানমালার আয়োজন। রান্না বিষয়ক অনুষ্ঠান- সেরা নারীর সেরা রান্না, মজার টিফিন চাই; কমেডি শো- মামাভাগ্নের বৈঠকখানা; লাইফ স্টাইল বিষয়ক অনুষ্ঠান- বিয়ের রাজকন্যা, রুপ লাবণ্য, প্রবাস জীবন; গানের অনুষ্ঠান- ফোক মোমেন্টেস, মিউজিক এক্সপ্রেস, গানের ওপারে; স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান- হেলদি লাইফ, দ্য ডক্টরস ইতিমধ্যেই দর্শকদের মন জয় করেছে। 
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি