ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মাটির চুলায় নিজ হাতে পিঠা বানালেন জয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৪৫, ৪ মার্চ ২০২০

Ekushey Television Ltd.

কিছুদিন আগে কান্তা করিম, রেহানা মাসুদসহ আরও কয়েজন আত্মীয়ার সঙ্গে চড়ুইভাতির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছিলেন অভিনেত্রী জয়া আহসান। এবার তিনি নিজ হাতে পিঠা বানানোর ভিডিও পোস্ট করেছেন।

ভিডিওতে দেখা যাচ্ছে, মাটির চুলায় নিজের হাতে চালের গুড়া দিয়ে পিঠে বানাচ্ছেন জয়া। তার সঙ্গে রয়েছেন পরিবারের অন্যান্য আত্মীয়রা। কেউ আবার জয়াকে গাছ থেকে আনা টাটকা খেঁজুর রস এনে দিলেন। সেই রস কিছুটা চেখেও দেখলেন তিনি। জয়ার পিঠে বানানো দেখে কেউ আবার পাশ থেকে বললেন পিঠে বানানো হল নেহাতই প্রাকটিস। 

ভিডিও পোস্ট করে জয়া লিখেছেন, ‘পিঠে খেলে পেটে সয়। টোনাকে ছাড়াই টুনি একা একা পিঠে বানালো...'। সকলকে পিঠে খাওয়ার নিমন্ত্রণ জানাতেও ভোলেননি জয়া আহসান।

জয়ার এ ভিডিও নিচে অনেকে অনেক রকম মন্তব্য করেছেন। কেউ লিখেছেন, এই হল বাঙালি মেয়ের পরিচয়। কেউ আবার লিখেছেন, ‘ভাপা পিঠে আমার ফেবারিট।’

তবে এই প্রথম নয়, মাঝে মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন কিছু পোস্ট করতে দেখা যায় অভিনেত্রীকে।  

উল্লেখ্য, ভারত-বাংলাদেশে জমিয়ে অভিনয় করছেন বাংলাদেশী জয়া আহসান। সম্প্রতি 'রবিবার' ছবিতে প্রসেনজিৎ-এর বিপরীতে দেখা গিয়েছে জয়াকে। 

এমএস/এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি