ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

বাপ্পিকে নিয়ে হলে ফিরছেন অপু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৪, ৬ মার্চ ২০২০

অপু বিশ্বাস। ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা। দীর্ঘদিন প্রেক্ষাগৃহের বাইরে রয়েছেন তিনি। সন্তান, সংসার ও পারিবারিক ঝামেলার কারণে সিনেমা থেকে অনেকটা দূরেই ছিলেন অভিনেত্রী। অবশেষে ফিরে এলেন অপু। দেবাশীষ বিশ্বাস পরিচালিত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ সিনেমা দিয়ে বাপ্পিকে নিয়ে প্রেক্ষাগৃহে প্রবেশ করছে সুপারস্টার শাকিব খানের এই প্রাক্তন।

সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে আগামী ২০ মার্চ। ৫ মার্চ রাতে সিনেমাটির মুক্তির তারিখ ঘোষণা করেন নির্মাতা।

সিনেমাটির মুক্তি প্রসঙ্গে দেবাশীষ বিশ্বাস বলেন, ‘অনেক চিন্তাভাবনা করে আমরা ২০ মার্চ ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ মুক্তির সিদ্ধান্ত নিয়েছি। এরই মধ্যে সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্য ব্যাপক আগ্রহ লক্ষ্য করেছি। আমার বিশ্বাস এটি দেখে কেউ নিরাশ হবেন না।’

চিত্রনায়ক বাপ্পি বলেন, ‘দর্শকদের আনন্দ দেবে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’। অনেকদিন পর প্রাণ খুলে হাসার মতো একটি সিনেমা প্রেক্ষাগৃহে আসছে। পরিবারের সবাইকে নিয়ে সিনেমাটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি।’

বেঙ্গল মাল্টিমিডিয়ার প্রযোজিত তারকা বহুল রোমান্টিক ও কমেডি ঘরানার সিনেমাটিতে আরও অভিনয় করেছেন সাদেক বাচ্চু, আফজাল শরীফ, কাবিলা, চিকন আলীসহ অনেকে। 
সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন কুমার শানু, আকাশ সেন, ইমরান ও লিজা। সঙ্গীত পরিচালনায় ছিলেন প্রয়াত আহমেদ ইমতিয়াজ বুলবুল, ইমন সাহা, শ্রী প্রীতম, আকাশ সেন। 

উল্লেখ্য, রিয়াজ-শাবনূর অভিনীত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ মুক্তি পায় ২০০১ সালে। সুপারহিট এই সিনেমার নামের সঙ্গে মিল রেখে পরিচালক নতুনটির নাম রেখেছেন ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’। তবে তিনি জানান, নতুন সিনেমাটি আগেরটির সিক্যুয়েল নয়।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি