ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

গৌরীকে রঙের চৌবাচ্চায় ফেলে দিলেন শাহরুখ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৫৩, ১০ মার্চ ২০২০ | আপডেট: ২০:৫৯, ১০ মার্চ ২০২০

Ekushey Television Ltd.

রঙের চৌবাচ্চায় গৌরীকে কোলে নিয়ে ফেলে দিলেন শাহরুখ খান। আর সেই ভিডিও এখন ভাইরাল। ভিডিওটি শেয়ার করেছেন পরিচালক সুভাষ ঘাই। তিনি শাহরুখ ও গৌরী খানের এই পুরনো ভিডিও হোলির দিনে ছেড়েছেন। ফলে ২০০০ সালে কিং খানের হোলি খেলার ভিডিওই এই মুহূর্তে নেট দুনিয়ার আকর্ষণ।

এই হোলি পার্টি সেই সময়ে সুভাষ ঘাইয়ের বাড়িতেই হয়েছিল। সুভাষ ঘাই ভিডিওটি শেয়ার করে তার ক্যাপশনে লিখেছেন, এসআরকে, গৌরী ও বন্ধুরা মুম্বাই আইল্যান্ডের মেঘনা কটেজে হোলি খেলছেন। সালটা ছিল ২০০০।

শাহরুখকে শেষ দেখা গিয়েছিল আনন্দ এল রাইয়ের ছবি জিরো-তে। এই ছবিতে ক্যাটরিনা কাইফ ও অনুষ্কা শর্মাও অভিনয় করেছেন। কিন্তু ছবিটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। কিন্তু পরবর্তী কোন ছবিতে কিং খানকে দেখা যাবে তা নিয়ে যথেষ্ট জল্পনা চলছে। ভক্তরা রীতিমতো অপেক্ষা করে রয়েছেন সেই ছবির ঘোষণার জন্য।

প্রসঙ্গত, বলিউডেও বহু তারকা পং খেলেছেন। এঁদের মধ্যে ঐশ্বর্য রাই, প্রিয়াঙ্কা চোপড়া, নিক জোনাস, ভিকি কৌশল, ক্যাটরিনা কাইফ ও আমির খান রং খেলে ছবি পোস্ট করেছেন।

 

এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি