ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

২৭ মার্চ মুক্তি পাচ্ছে ‘বিশ্বসুন্দরী’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:২২, ১১ মার্চ ২০২০ | আপডেট: ১৪:৩০, ১১ মার্চ ২০২০

সিয়াম আহমেদ-পরীমনি অভিনীত ‘বিশ্বসুন্দরী’ মুক্তি পাচ্ছে আগামী ২৭ মার্চ। স্বাধীনতা দিবসকে কেন্দ্র করেই চয়নিকা চৌধুরীর নির্মিত এ প্রথম চলচ্চিত্রটি মুক্তি দেওয়া হচ্ছে।

সিনেমার প্রযোজক সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেডের প্রধান নির্বাহী অজয় কুমার কুণ্ডু বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

অজয় কুমার কুণ্ডু বলেন, ‘সারাবিশ্বে করোনা পরিস্থিতি প্রসঙ্গে বাংলাদেশিরা সবাই অবগত। দেশের পরিস্থিতিও পর্যবেক্ষণ করছি। তবে আমরা ইতিবাচকভাবেই ভাবতে চাই। তাই ২৭ মার্চ মুক্তি ধরেই আমরা এগুচ্ছি। যদি দেশের প্রেক্ষাগৃহগুলো চালু থাকে তবে এদিন মুক্তি পাবে ‘বিশ্ব সুন্দরী’।’

প্রসঙ্গত, গত ৫ মার্চ চয়নিকা চৌধুরী পরিচালিত এ সিনেমাটি বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পায়। এরপর থেকেই মুক্তির তারিখ নিয়ে ব্যস্ত থাকে প্রযোজনা প্রতিষ্ঠান। অবশেষে ১০ মার্চ প্রযোজক সমিতি থেকে মুক্তির দিন নেওয়া হয়েছে।

এটি ছোটপর্দার জনপ্রিয় নির্মাতা চয়নিকা চৌধুরী প্রথম চলচ্চিত্র। এর মাধ্যমে প্রথমবারের মতো জুটি বাধেন সিয়াম ও পরী। ‘বিশ্বসুন্দরী’-এর কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন রুম্মান রশীদ খান।
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি