ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

করোনায় আক্রান্ত টম হ্যাঙ্কস ও রিতা উইলসন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৮, ১২ মার্চ ২০২০ | আপডেট: ০৮:৩৮, ১২ মার্চ ২০২০

Ekushey Television Ltd.

হলিউডের জনপ্রিয় অভিনেতা টম হ্যাঙ্কস ও তার স্ত্রী রিতা উইলসন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ৬৩ বছর বয়সী টম বর্তমানে অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন। তিনি এলভিস প্রিসলির জীবনী সম্পর্কিত একটি সিনেমাতে শ্যুটিং এ রয়েছেন।

দ্য নিউ ইয়র্ক টাইমস এক খবরে এ তথ্য নিশ্চিত করে।

এক বিবৃতিতে অ্যাকাডেমি অ্যাওয়ার্ড বিজয়ী টম হ্যাঙ্কস বলেন, ‘বন্ধুরা, রিতা ও আমি অস্ট্রেলিয়ায় রয়েছি। আমাদের ক্লান্ত অনুভব হচ্ছিল, ঠান্ডা লেগেছিল। কিছুটা জ্বরও। বৈশ্বিক পরিস্থিতি যেমন চলছে, স্বাস্থ্য পরীক্ষায় আমাদের করোনাভাইরাস ধরা পড়েছে।’

জনস্বাস্থ্যের কথা মাথায় রেখে তাদের ‘আইসোলেশনে’ রাখা হবে এবং এই দম্পতি নিজেদের স্বাস্থ্যের আপডেট ভক্তদের নিয়মিত জানাবেন বলে কথা দিয়েছেন।

উল্লেখ্য, অস্ট্রেলিয়ায় এ পর্যন্ত ১২০ জন করোনাভাইরাস সংক্রান্ত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন। শতাধিক দেশে ছড়িয়ে পড়া করোনাভাইরাসকে ইতোমধ্যে ‘বৈশ্বিক মহামারি’ ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি