ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

করোনার কারণে পেছালো ‘নীল মুকুট’র মুক্তি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৩৮, ১২ মার্চ ২০২০

Ekushey Television Ltd.

আগামী ২৭ মার্চ কামার আহমাদ সাইমনের নতুন চলচ্চিত্র ‘নীল মুকুট’ মুক্তির কথা ছিল। কিন্তু করোনাভাইরাসের কারণে আপাতত মুক্তি পাচ্ছে না চলচ্চিত্রটি। চলচ্চিত্রটির নির্মাতা জানান, এর আগে বিনাকর্তনে সার্টিফিকেট  পেয়েছিলো ‘নীল মুকুট’।

সাম্প্রতিক করোনা পরিস্থিতি বিবেচনায় নিয়ে সেই মুক্তি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়া হলো। তবে কবে মুক্তি পেতে পারে নীল মুকুট এমন প্রযোজক সারা আফরীন জানিয়েছেন, ১২ তারিখ মুক্তি দেওয়ার পরিকল্পনা ছিলো নীল মুকুটের টিজার, তার ঠিক পনেরো দিন পর মানে ২৭ মার্চ ছিল মুক্তির তারিখ। পরিস্থিতির যদি উন্নতি হয় তাহলে হয়তো ৩ এপ্রিল মুক্তি পেতে পারি ‘নীল মুকুট’ বলেও জানান তিনি।

এর আগে ‘নীল মুকুট’ ছবির পোস্টার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়া হলে বেশ প্রশসিংত হয়। আলোচিত ও নন্দিত এই পোস্টারটি পাওয়া যাচ্ছে প্রচারণা অংশীদার বাতিঘর প্রকাশনীর ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিক্রয়কেন্দ্রে। সেই সাথে পাওয়া যাচ্ছে পোস্টারের স্কিমে বুকমার্ক। 

এমএস/এসি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি